জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
অভিনেত্রী শর্মিলী আহমেদ ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে, ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদে তার জন্ম। শর্মিলী আহমেদ প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা