৭ জানুয়ারি, ২০২৩ ১৬:২১

এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ানের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক

এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ানের ছবি ভাইরাল

সাদিয়া ও আরিয়ান

বলিউডের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সাথে আরিয়ান খানের ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন সাদিয়া নিজেই। নববর্ষের পার্টিতে শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে ছবিটি তুলেছিলেন সাদিয়া।

ওই পার্টিতে আরিয়ানের বোন সুহানা ও নোরা ফাতেহিসহ বলিউডের কয়েকজন তারকা হাজির ছিলেন। দুবাইয়ে হয়েছিল নববর্ষের সেই পার্টি।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, লেখক-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরিয়ান। এ বছরই তার পরিচালনায় ওয়েব সিরিজের শুটিং শুরু হতে পারে। আরিয়ান নিজেই জানিয়েছেন লেখা শেষ, অ্যাকশন বলার অপেক্ষায় আছেন তিনি। ছেলেকে শুভকামনা জানিয়েছেন শাহরুখও। এ বছর ‌‘পাঠান’ দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে ফিরছেন শাহরুখ খান। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর