ভালোবাসা দিবসে আলোচিত তরুণ সংগীতশিল্পী জিসান খান শুভর ‘কোনও অভিযোগ নেই’! না, এটা তার ব্যক্তিগত মতামত নয়, তবে গানে গানে এই ভালোবাসা দিবসে সেই বার্তাটিই দেবেন শ্রোতা দর্শকদের।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে শুভর নতুন গানচিত্র ‘কোনও অভিযোগ নেই’। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসাইন নেরু।
গানটির কথার রেশ ধরে এর গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যাতে মডেল হিসেবে কাজ করেছেন অনন্য ও সোনিয়া।
গানটি প্রসঙ্গে শুভ জানান, ‘ভালোবাসা দিবসকে মাথায় রেখে গানটি করা। ভিডিওটাও দারুণ হয়েছে। আশা করছি শ্রোতারা গানটি শুনে পছন্দ করবেন।’
জানা গেছে, শিগগিরই ‘কোনও অভিযোগ নেই’ প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
বিডি প্রতিদিন/এমআই