২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৫

‘থাপ্পর কাণ্ড’ ঠেকাতে বিশেষ দল গঠন করেছে অস্কার

অনলাইন ডেস্ক

‘থাপ্পর কাণ্ড’ ঠেকাতে বিশেষ দল গঠন করেছে অস্কার

গেল বছরের অস্কারের আসরে অভিনেতা উইল স্মিথ ঠাটিয়ে চড় মেরেছিলেন উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে। সেই চড়কাণ্ড নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে অস্কারে।

তবে এবার আর এমন অপ্রীতিকর কোনো কাণ্ড চাইছে না অস্কারের আয়োজক দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস।

স্ল্যাপগেট পরিস্থিতি সামলাতে তাই এবার অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে কাজ করবে বিশেষ একটি দল। যাদের নাম দেওয়া হয়েছে ক্রাইসিস টিম। 

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিল ক্র্যামার মার্কিন গণমাধ্যম টাইমকে জানিয়েছেন, সম্ভাব্য সব বিতর্কিত পরিস্থিতি এড়াতে এবার একটি ক্রাইসিস টিম কাজ করবে। 

অস্কারে এবারই এই ধরনের টিমকে কাজ করতে দেখা যাবে বলে জানিয়েছেন, ক্র্যামার। তার মতে, সব সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না। তবে সম্ভাব্য সব উপায়েই বিতর্কিত পরিস্থিতি এড়ানোর চেষ্টা করবে অস্কার কর্তৃপক্ষ।

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অসুস্থ স্ত্রীকে নিয়ে মজা করায় ক্রিস রককে চড় মেরেছিলেন উইল স্মিথ। 

 

সূত্র: টাইম

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর