ভারতের দক্ষিণী জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া কিছুদিন আগেই নিজের গোপন প্রেমের কথা সবাইকে জানিয়ে খবরের শিরোনামে ছিলেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা শেষ না হতেই এবার ওয়েব ফিল্মে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে জড়ালেন। যার জবাবও দিয়েছেন তামান্না।
গত ১৫ জুন মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘জি করদা’। এতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাকে। একটি দৃশ্যে রীতিমতো টপলেস হয়ে পর্দায় ধরা দিয়েছেন এই লাস্যময়ী। যদিও এর আগে অভিনেত্রীর ক্যারিয়ারে কখনও এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি তামান্না।
এ নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, এই মানুষদের গল্প বলার জন্য দৃশ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দৃশ্যগুলো সুড়সুড়ি দিয়ে থাকে। বিশেষ করে আপনি যখন গল্পে একটি সম্পর্ক দেখাবেন, সে জায়গা থেকে এটি গুরুত্বপূর্ণ। কারণ, এটি সত্য। মানুষ এটি পছন্দ করুক আর না করুক, এটি এভাবেই হয়।
এদিকে প্রিয় তারকার হঠাৎ এমন রূপে দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা। বলা চলে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি তারা। এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। এমনকি অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন। রোমান্টিক ঘরানার ‘জি করদা’ ওয়েব সিরিজে তামান্নার বিপরীতে অভিনয় করেছেন সোহেল নায়ার। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অরুনিমা শর্মা।
বিডি-প্রতিদিন/শফিক