২০ নভেম্বর, ২০২৩ ১৪:৪৪

দুইটি আসনে মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিক

অনলাইন ডেস্ক

দুইটি আসনে মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিক

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ এলাকার জন্য আওয়ামী লীগের দুইটি মনোনয়ন ফরম কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেতা সিদ্দিক।

আজ দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নিবেন জানিয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আসন্ন ৭ জানুয়ারি-২০২৪, দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ এলাকার জন্য আওয়ামী লীগের দুইটি মনোনয়ন ফরম কিনলাম। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।

বিডি প্রতিদিন/আরাফাত

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর