আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। ভারতের দক্ষিণী চলচ্চিত্র তারকা ধানুষ এবং তাঁর স্ত্রী ঐশ্বরিয়া তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন ২০২২ সালে।
ঐশ্বরিয়া দক্ষিণী তারকা রজনীকান্তের কন্যা। শেষমেশ চলতি বছরে বিবাহবিচ্ছেদের মামলা নথিভুক্ত করে সম্পর্ক শেষের কথায় সিলমোহর দেন দু’জনে। কিন্তু বিচ্ছেদের পর ফের জোড়া লাগছে তাঁদের সম্পর্ক! কোন ইঙ্গিত দিলেন দক্ষিণী তারকা?
সম্পর্ক ভেঙেছেন ঠিকই তবে কাদা ছোড়াছুড়ি নয়, দুই জনেই সম্মতিতেই আালাদা হয়েছেন তারা। দু’বছর আগে যখন ধানুষ এবং ঐশ্বরিয়া বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। কারও মতে, তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার কারও মতে, বোঝাপড়ার অভাবের জন্যই নাকি সম্পর্কে পাকাপাকি ভাবে ছেদ পড়ে তাঁদের। প্রকাশ্যে আসে দুই অভিনেত্রীর নামও।তবে দুই ছেলের জন্য এখনও যোগাযোগ রয়েছে তাদের। এ বার রজনী-কন্যার ছবিতে ভালোবাসার ইমোজি দিলেন ধানুষ। ছবিতে দেখা যাচ্ছে ওনামের দিন বাড়িতে মাটিতে বসে খাবার খাচ্ছেন ঐশ্বরিয়া। সেই ছবি সামাজিকমাধ্যমের পাতায় দিলে ভালোবাসার প্রতিক্রিয়া দেন ধানুষ। সেটা দেখা মাত্রই অনুরাগীরা নেটপাড়ায় ফিসফাস শুরু করেন, তবে কি এক হচ্ছেন তারা!
বিডি প্রতিদিন/নাজমুল