এখন তিনি মেগাস্টার অমিতাভ বচ্চন। তাকে নিয়ে সিনেমা করার অপেক্ষায় থাকেন প্রযোজক-পরিচালকরা। তবে অমিতাভ বচ্চনের শুরুটা এত মসৃণ ছিল না। একটি টিভি অনুষ্ঠানে এসে এমনই গল্প শোনালেন বলিউড অভিনেত্রী অরুনা ইরানী।
অরুনা ইরানী বলেন, অনেক বছর আগে তখন অমিতাভ বচ্চন তেমন নাম করেননি। আমি আর মেহমুদ শ্যুটিং করছিলাম মুম্বাইয়ের রাজকমল স্টুডিওতে। আমাদের উল্টোদিকের ফ্লোরে শ্যুট করছিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটি ছিল কুন্দন কুমারের। সিনেমার পাঁচটা রিল শ্যুট হয়ে গিয়েছিল। মানে সিনেমার শ্যুট শেষের দিকে। আমাদের লাঞ্চ ব্রেক হয়েছিল। আমরা বসে খাবার খাচ্ছি। এমন সময় দেখলাম মাথা নিচু করে স্টুডিও থেকে বেড়িয়ে আসছে অমিতাভ।
তিনি বলেন, আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে? উত্তরে অমিতাভ জানালেন, পাঁচটা রিল শ্যুটের পরও তাকে সিনেমাটি ছাড়তে হলো, কারণ অমিতাভ বচ্চন আছে বলে সিনেমা কোন ডিস্ট্রিবিউটার কিনছেন না। তাই তাকে সই করে দিতে হলো, যে অমিতাভ নিজের ইচ্ছেতে সিনেমাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এই ইন্ডাস্ট্রির প্রথমে অমিতাভ বচ্চনকেও এইরকমভাবে বিব্রত করেছে। পরবর্তী সময়ে ওই সিনেমায় সঞ্জয় খানকে নিয়ে আবার শুরু থেকে শ্যুট করা হয়েছিল। সেই সিনেমার নাম ‘দুনিয়া কা মেলা’।
সময়ের সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন নাম করেছেন, বহু সিনেমা হিট দিয়ে সুপারস্টার হয়েছেন। আবার সময়ের খেলাতেই তার প্রযোজনা সংস্থা এবিসিএলের জন্য ব্যাংক ক্রাফ্ট হয়েছিলেন। তবে হার মানেননি অভিনেতা, আবার অমিতাভ বচ্চন ঘুরে দাঁড়িয়েছেন ছোট পর্দার কুইজ শো করে। ক্যারিয়ারের উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েই আজ কিংবদন্তী অভিনেতা হয়েছেন বিগ বি।
বিডি প্রতিদিন/কেএ