তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টায় বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হয়।
টি-২০ ফরম্যাটে সাজানো ৫ দিনের এ টুর্নামেন্ট অংশ নেওয়া ৪টি দল হচ্ছে টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস।
প্রথম দিনে নাইট রাইডার্স ও স্বপ্নধারা স্পার মধ্যে খেলায়, প্রথমে ব্যাটিং করতে গিয়ে নাইট রাইডার্স ১৫১ রান করে।
যার মধ্যে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী করেন ২৩ রান। এই ২৩ রানের ইনিংসে দুর্দান্ত, দৃষ্টিনন্দন চার-ছক্কার মার ছিল। অনেকেই বলছেন বাপ্পীর ব্যাটিং ছিল তামিম ইকবাল স্টাইলের। সামাজিক মাধ্যমের ভিডিওতে বাপ্পীর ব্যাটিং অনেকেই উপভোগ করেছেন।
বাপ্পী ক্রিকেট ভালো খেলেন। জানা গেছে, নারায়ণগঞ্জে বাপ্পীর বেড়ে ওঠা। শৈশবে তিনি বেশিরভাগ সময়ই মাঠে পড়ে থাকতেন। হতে চ্যেছিলেন ক্রিকেটার। কিন্তু হয়ে গেছেন চলচ্চিত্রের নায়ক।
এদিকে, কেউ কেউ বলছিলেন, তামিমের মতো বাপ্পীর শরীরেও মেদ জমেছে। যদিও বাপ্পী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি জিমে ব্যস্ত সময় পার করেন।
এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়েছে। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত