উত্তরাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। কখনো ধানে, কখনো মাছে অসংখ্য মানুষের জীবিকার আধার এই বিল। এক সময় এই বিলের মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো। সেই জৌলুস এখন আর নেই। লাখো পরিযায়ী পাখির আশ্রয় হয়ে থাকা বিলটি ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। তথ্য-উপাত্ত বলছে, গত একশ বছরে বিলটির আয়তন তিন-চতুর্থাংশের বেশি কমে গেছে। ১৯১৯ সালে প্রকাশিত ইম্পেরিয়াল গেজেট অব ইন্ডিয়ার রাজশাহী অংশে বলা হয়েছে, চলনবিলের মোট আয়তন ৫৫০ বর্গমাইল বা ১ হাজার ৪২৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। পূর্ববঙ্গ রেলওয়ে কর্তৃক ১৯৪০ সালে প্রকাশিত ‘বাংলার ভ্রমণ’ গ্রন্থ সূত্রে জানা যায়, এ বিলের আয়তন ৪৪১ বর্গমাইল বা ১ হাজার ১৪২ দশমিক ১৮ বর্গকিলোমিটার। ১৯৬৭ সালে প্রকাশিত গ্রন্থে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদ চলনবিলের আয়তন লেখেন ৮০০ বর্গমাইল বা ২ হাজার ৭২ বর্গকিলোমিটার। গত মাসে পাবনায় ‘চলনবিলের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক’ এক আলোচনা সভায় চাটমোহর সরকারি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক ড. এস এম মুক্তি মাহমুদ তার প্রবন্ধে উপস্থাপন করেন, বর্তমানে চলনবিলের আয়তন মাত্র ৩৫০ বর্গকিলোমিটার। ড. এস এম মুক্তি মাহমুদের প্রবন্ধ অনুসারে গত প্রায় একশ বছরে চলনবিলের আয়তন কমেছে এক হাজার বর্গকিলোমিটার। সর্বশেষ তথ্যের সঙ্গে তুলনা করলে ইম্পেরিয়াল গেজেট অব ইন্ডিয়ার তথ্যানুসারে, ১০৬ বছরে চলনবিলের আয়তন কমেছে ১ হাজার ৭৪ বর্গকিলোমিটার। ‘বাংলার ভ্রমণ’ গ্রন্থমতে, গত ৮৫ বছরে চলনবিলের আয়তন কমেছে ৭৯২ বর্গকিলোমিটার এবং অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদের তথ্যানুসারে, ৫৮ বছরে চলনবিলের আয়তন কমেছে ১ হাজার ৭২২ বর্গকিলোমিটার।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
ছোট হচ্ছে চলনবিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর