উত্তরাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। কখনো ধানে, কখনো মাছে অসংখ্য মানুষের জীবিকার আধার এই বিল। এক সময় এই বিলের মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো। সেই জৌলুস এখন আর নেই। লাখো পরিযায়ী পাখির আশ্রয় হয়ে থাকা বিলটি ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। তথ্য-উপাত্ত বলছে, গত একশ বছরে বিলটির আয়তন তিন-চতুর্থাংশের বেশি কমে গেছে। ১৯১৯ সালে প্রকাশিত ইম্পেরিয়াল গেজেট অব ইন্ডিয়ার রাজশাহী অংশে বলা হয়েছে, চলনবিলের মোট আয়তন ৫৫০ বর্গমাইল বা ১ হাজার ৪২৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। পূর্ববঙ্গ রেলওয়ে কর্তৃক ১৯৪০ সালে প্রকাশিত ‘বাংলার ভ্রমণ’ গ্রন্থ সূত্রে জানা যায়, এ বিলের আয়তন ৪৪১ বর্গমাইল বা ১ হাজার ১৪২ দশমিক ১৮ বর্গকিলোমিটার। ১৯৬৭ সালে প্রকাশিত গ্রন্থে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদ চলনবিলের আয়তন লেখেন ৮০০ বর্গমাইল বা ২ হাজার ৭২ বর্গকিলোমিটার। গত মাসে পাবনায় ‘চলনবিলের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক’ এক আলোচনা সভায় চাটমোহর সরকারি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক ড. এস এম মুক্তি মাহমুদ তার প্রবন্ধে উপস্থাপন করেন, বর্তমানে চলনবিলের আয়তন মাত্র ৩৫০ বর্গকিলোমিটার। ড. এস এম মুক্তি মাহমুদের প্রবন্ধ অনুসারে গত প্রায় একশ বছরে চলনবিলের আয়তন কমেছে এক হাজার বর্গকিলোমিটার। সর্বশেষ তথ্যের সঙ্গে তুলনা করলে ইম্পেরিয়াল গেজেট অব ইন্ডিয়ার তথ্যানুসারে, ১০৬ বছরে চলনবিলের আয়তন কমেছে ১ হাজার ৭৪ বর্গকিলোমিটার। ‘বাংলার ভ্রমণ’ গ্রন্থমতে, গত ৮৫ বছরে চলনবিলের আয়তন কমেছে ৭৯২ বর্গকিলোমিটার এবং অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদের তথ্যানুসারে, ৫৮ বছরে চলনবিলের আয়তন কমেছে ১ হাজার ৭২২ বর্গকিলোমিটার।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা