উত্তরাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। কখনো ধানে, কখনো মাছে অসংখ্য মানুষের জীবিকার আধার এই বিল। এক সময় এই বিলের মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো। সেই জৌলুস এখন আর নেই। লাখো পরিযায়ী পাখির আশ্রয় হয়ে থাকা বিলটি ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। তথ্য-উপাত্ত বলছে, গত একশ বছরে বিলটির আয়তন তিন-চতুর্থাংশের বেশি কমে গেছে। ১৯১৯ সালে প্রকাশিত ইম্পেরিয়াল গেজেট অব ইন্ডিয়ার রাজশাহী অংশে বলা হয়েছে, চলনবিলের মোট আয়তন ৫৫০ বর্গমাইল বা ১ হাজার ৪২৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। পূর্ববঙ্গ রেলওয়ে কর্তৃক ১৯৪০ সালে প্রকাশিত ‘বাংলার ভ্রমণ’ গ্রন্থ সূত্রে জানা যায়, এ বিলের আয়তন ৪৪১ বর্গমাইল বা ১ হাজার ১৪২ দশমিক ১৮ বর্গকিলোমিটার। ১৯৬৭ সালে প্রকাশিত গ্রন্থে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদ চলনবিলের আয়তন লেখেন ৮০০ বর্গমাইল বা ২ হাজার ৭২ বর্গকিলোমিটার। গত মাসে পাবনায় ‘চলনবিলের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক’ এক আলোচনা সভায় চাটমোহর সরকারি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক ড. এস এম মুক্তি মাহমুদ তার প্রবন্ধে উপস্থাপন করেন, বর্তমানে চলনবিলের আয়তন মাত্র ৩৫০ বর্গকিলোমিটার। ড. এস এম মুক্তি মাহমুদের প্রবন্ধ অনুসারে গত প্রায় একশ বছরে চলনবিলের আয়তন কমেছে এক হাজার বর্গকিলোমিটার। সর্বশেষ তথ্যের সঙ্গে তুলনা করলে ইম্পেরিয়াল গেজেট অব ইন্ডিয়ার তথ্যানুসারে, ১০৬ বছরে চলনবিলের আয়তন কমেছে ১ হাজার ৭৪ বর্গকিলোমিটার। ‘বাংলার ভ্রমণ’ গ্রন্থমতে, গত ৮৫ বছরে চলনবিলের আয়তন কমেছে ৭৯২ বর্গকিলোমিটার এবং অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদের তথ্যানুসারে, ৫৮ বছরে চলনবিলের আয়তন কমেছে ১ হাজার ৭২২ বর্গকিলোমিটার।
শিরোনাম
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
ছোট হচ্ছে চলনবিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর