একটা জিনিস লক্ষ করলাম, কিছু মানুষের অনেক রূপ... কিছুদিন তারা হিজাব পরে ধার্মিক সাজেন। ধর্মের কথা বলেন, কোরআন-হাদিস ঝাড়েন। তার দুই দিন পরে মাথার কাপড় ফেলে, কড়া উগ্র মেকআপ করে বন্ধুদের সাথে খুবি-ই আপত্তিকর পোজে ছবি পোস্ট করেন ফেসবুকে।
যেটা দেখতে খুবই বিভ্রান্তিকর এবং দৃষ্টিকটু লাগে। দয়া করে আগে নিজের মনস্থির করুন... কী করতে যাচ্ছেন, নিজেকে কীভাবে দেখতে চাচ্ছেন...
আমাদের বিভ্রান্ত ও বিরক্ত করবেন না। এমন রূঢ় ভাষায় বলার জন্য দুঃখিত। কিন্তু এমন ভণ্ডদের আমি আমার বন্ধুতালিকায় দেখতে চাই না। এক এক করে তাদের বাদ দিয়ে দিব। ধন্যবাদ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৮/ফারজানা