একটা কথা কোনভাবেই আমার মাথায় কাজ করছে না, কথাটি হল সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট? সেটা আসলে কী? সেটার কাজটাই বা কী? আর এটাও শুনা যাচ্ছে যে আমরা আন্দোলনকারীরা কোন এক সিন্ডিকেটের এজেন্ডা বাস্তবায়ন করছি। কেউ আমাদের দিয়ে আন্দোলন করাচ্ছে- বিষয়টি আমার কাছে হাস্যকর লাগছে।
আমাদের কে সিন্ডিকেট বলা হচ্ছে কেনো এর উত্তর কেউ দিতে পারবেন? আমাদের দিয়ে কেউ আন্দোলন করাতে হবে কেনো? আমরা আমাদের জায়গাটুকু বুঝি। আমাদের প্রাণের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা জানতে চাইবো যে আপা, আমাদের সিন্ডিকেট বানানো হচ্ছে কেন?
আর আপনারা যেটা করতাছেন এটাইতো আমার কাছে সিন্ডিকেট মনে হচ্ছে। হয়তো আমাদেরটা ছোট সিন্ডিকেট আর আপনাদেরটা বড় সিন্ডিকেট তাই আপনারা সহজেই বুঝতে পারছেন। কিন্তু আমার বুঝতে কষ্ট হচ্ছে।
(লেখক: সভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা