১৪ আগস্ট, ২০১৯ ০০:০৯

তাহলে তারা কিসের সরকার? কিসের মন্ত্রী?

শওগাত আলী সাগর

তাহলে তারা কিসের সরকার? কিসের মন্ত্রী?

শওগাত আলী সাগর

কোনটা সমস্যা আর কোনটা সমস্যা না, কখন কোন বিষয়ে মনোযাগ দিতে হবে- সেটা বুঝতে পারার জন্য যে দক্ষতার প্রয়োজন হয়, সেটি শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার কার মধ্যে আছে- তা খুঁজে পাওয়া বোধ হয় কঠিন কাজ। 

প্রতি বছরই ঈদের পর কোরবানীর চামড়া নিয়ে হৈ চৈ নয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়- এই চিত্রটা তো নতুন নয়। বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী কিংবা সরকারের নীতিনির্ধারকরা যে এই চিত্রের সঙ্গে পরিচিত নন- তাও তো নয়। কিন্তু কেউ এ নিয়ে ঈদের আগে কথা বার্তা বলেছেন বলে তো মনে পরে না। কেন বলেননি? মন্ত্রীদের তাহলে কাজ কি? 

মন্ত্রীরা তাদের কাজ দিয়ে, আচরণ দিয়ে বার বার বুঝিয়ে দিতে চাচ্ছেন- তারা আসলে দেশ কিংবা দেশের মানুষ নিয়ে মোটেও ভাবেন না। ভাবতে যে হয়- এই বোধটাই তাদের মধ্যে আসলে তৈরি হয়নি। তাহলে তারা কিসের সরকার? কিসের মন্ত্রী?

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর