ভ্যাকসিনেশনে এখন পর্যন্ত বাংলাদেশ সফল বলতেই হচ্ছে। হাজারো সমালোচনা যেহেতু করি, তাই ভালোটাও বলতেই হবে। গতকাল রাতেই আমার এখানকার বান্ধবীর সাথে কথা বলছিলাম। ওর বাবা কোভিডে মারা গিয়েছেন। মা এখনও বেঁচে আছে। মেয়েটা মায়ের জন্য ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে এখনও চাইলেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। পুরো ইউরোপ জুড়েই একই অবস্থা।
সেই হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। ভ্যাকসিন নিয়ে কোন রাজনীতি নয়। সোজা গিয়ে ভ্যাকসিন নিন। যে বা যারা ভ্যাকসিনের বিরুদ্ধে বলবে, বুঝে নিবেন- তিনি বা তারা আপনার শত্রু। দেশের শত্রু। ভ্যাকসিন আমাদের ট্যাক্সের টাকায় কেনা এবং এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত।
 
ইউরোপ-আমেরিকায় বসে আমরা ভ্যাকসিনের জন্য হাহাকার করছি। তাই নিজে ভ্যাকসিন নিন। অন্যকেও উৎসাহ দিন ভ্যাকসিন নিতে। আমি তো মনে করি বাংলাদেশ এখন পর্যন্ত পুরোপুরি সফল। ৪০ বছরের উপরে যে কেউ’ই চাইলে ভ্যাকসিন দিতে পারছে। সবাই ভ্যাকসিন নিন। এতে করে যদি একটা জীবনও বেঁচে যায়, তাহলে সেটাই সফলতা।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        