বিষয়টা তো এমন না যে, আপনি রাস্তা থেকে বাড়ি ফিরছেন। আপনি নিশ্চয়ই অনেক বছর বিদেশে থেকে দেশে গেছেন। কিংবা স্বল্পতম সময়েও যদি গিয়ে থাকেন, তা হলেও তো একটা দেশের আইনকে মানবেন, নিয়মের প্রতি শ্রদ্ধা জানাবেন। কোভিডকালে একটি দেশ যখন নিয়ম করে যে বিদেশ ফেরতদের হোটেলে নির্দিষ্ট সময় থাকতে হবে- সেটি মানতে আপনি বাধ্য। তা হলে হোটেল থেকে বেরিয়ে যাবেন কেন!
আরো পড়ুন-করোনা টিকা রফতানি বন্ধের ঘোষণা দিল ভারত
আপনি যে দেশ থেকে গিয়েছেন সেই দেশে ফেরার সময় কোনো একটা নিয়ম কি আপনি অম্যান্য করবেন? করবেন না। আমি নিশ্চিত জানি আপনি সেটি করবেন না। তা হলে বাংলাদেশে গিয়ে কোয়ারেন্টিনের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন কেন? বাইরের দেশে যে নিয়মটি মানতে আপনার একটুও আপত্তি নাই, নিজ দেশে সেটি মানতে এতো আপত্তি কেন?
আপনি কি বুঝতে পারছেন না, এটি কেবল নিয়ম মানা না মানার প্রশ্ন না। এটি আপনার স্বজন, দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়া, কারো কারো জন্য মৃত্যুকে ডেকে নিয়ে আসা। আপনি কোভিডের ভাইরাস বহন করছেন কীনা সেটি তো আপনি জানেন না। আপনি লন্ডন, আমেরিকা, কানাডা বা অন্য কোনো দেশে কোভিড টেস্ট করিয়ে গেলেও বাংলাদেশে গিয়ে আপনি কেবল সেই টেস্টের উপর ভরসা করে রাস্তায় নেমে পড়তে পারেন না।
বিদেশ থেকে যারা বাংলাদেশে গেছেন বা যাচ্ছেন, তাদের বলি। মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবেন না। বিদেশে যেখানে আপনি বসবাস করেন, সেখানে যে নিয়ম আপনি বিনা প্রশ্নে মানতে পারেন, বাংলাদেশে গিয়েও সেই নিয়ম বিনা বাক্যব্যয়ে মেনে চলুন। বিদেশে বসবাস করে কিছু একটা অন্তত যে শিখেছেন, সেটা দেশের মানুষকে বুঝতে দিন।
লেখক : প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        