শিরোনাম
১০ মে, ২০২১ ১৫:০২

ছলচাতুরি না করে একটু না হয় কম উপরেই উঠলেন

ইফতেখায়রুল ইসলাম

ছলচাতুরি না করে একটু না হয় কম উপরেই উঠলেন

গুরুজনেরা বলিতেন মানুষ চিনিতে হইবে, বুদ্ধি খাটাইতে হইবে! চালাক, চতুর হইতে হইবে! 

আশ্চর্যের বিষয় এক জীবনে আমাদের মানুষই চেনা হয় না বলতে গেলে! কেউ কেউ অবশ্য খুব চতুর। তারা মানুষ চেনেন এবং সে অনুযায়ী পরিবেশের পরিবর্তনও ঘটান। কিন্তু যারা ভিতরে, বাহিরে একই বিষয় লালনের চেষ্টা করেন, তাঁদের তো মহা সমস্যা, এরা তো অবস্থার প্রেক্ষিতে নিজেকে পরিবর্তনও করতে পারেন না!

ছোট্ট জীবনে এসব খুব অর্থহীন মনে হয়! যাকে পছন্দ করতে পারছেন না, তাকেও মাথায় তুলে রাখছেন নিজের চতুরতার কারণে! এর চেয়ে যে মানুষটা মাথায়ও তুলছে না আবার সময় উল্টালে আছাড়ও মারছে না, তাঁকে আমার শতগুণে উত্তম মনে হয়। কিন্তু সমাজে এই শ্রেণির আবার ভাত নেই।

চতুরতায় কি মেলে জানি না, তবে নির্ঝঞ্জাট জীবনযাপনে এটি একটি বড় প্রতিবন্ধকতা মনে হয়। আপনি যদি চতুর না হয়ে মোটামুটি বুঝবার ক্ষমতা রাখেন, তাতেই তুষ্ট থাকতে পারলে ভাল। জীবন আর কতদিনের বলেন! 

ছলচাতুরি না করে একটু না হয় কম উপরেই উঠলেন, জীবন কি তাতে থেমে যাবে?

লেখক : ডিএমপির এডিসি (মিডিয়া অ্যান্ড পিআর)

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর