১৮ জানুয়ারি, ২০২২ ০০:৪৬

‘আমাদের সময়টাকে চেনা যাবে না, যদি না সেই সময়ের মানুষদের চেনা যায়’

মোস্তফা সরয়ার ফারুকী

‘আমাদের সময়টাকে চেনা যাবে না, যদি না সেই সময়ের মানুষদের চেনা যায়’

মোস্তফা সরয়ার ফারুকী

শাহবাগের অস্ত যাওয়া সূর্যের মতোই বিপ্লব দা’র কথাও কি আমরা প্রায় ভুলেই গেছিলাম। কাল ভোরে মরে গিয়েই কি তবে বিপ্লব দা মনে করিয়ে গেলেন ‘আমি ছিলাম’? বিপ্লব দা’র ভাগ্নের পাঠানো মেসেজে জানলাম বিপ্লব দা’র এই পৃথিবী ভ্রমণ শেষ হয়েছে।

আমাদের সময়টাকে চেনা যাবে না যদি আমাদের বেড়ে ওঠার সময়ের মানুষদের চেনা না যায়। বিপ্লব চক্রবর্তী, আমাদের বেড়ে ওঠার সময়ের এক উল্লেখযোগ্য চরিত্র। ‘মানুষ আমি আমার কেনো পাখির মতো মন’ বা ‘আমি যারে ভালোবাসি, তারে আবার বাসি না’- এই গানগুলা বিপ্লব দা’র উজ্জ্বল তারুণ্যে লেখা। ‘পাখির মতো মন’-এর কথা ভাবলে মনে হয় কতো আগে বসে বিপ্লব দা উনার পরে যে প্রজন্ম আসবে সে প্রজন্মের ইশারা দিয়ে গেছেন। ব্যাচেলর ছবিতে এই গানটা ব্যবহারের পিছনে আমাদের মূল চিন্তা ছিলো যে এইরকম জেনারেশন ডিফাইনিং গান বিরল।

বিপ্লব দা, জাহিদ আহমেদ আরো কতো কতো চরিত্ররা এই মুহূর্তে শাহবাগের ধুলাবালি ঠেলে আমার স্মৃতিতে ভেসে আসতেছে। আর তাদের পেছনে পেছনে আসতেছে রোদ, কড়া রোদ, রোদের নহর, এই শীতের শহরে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর