১০ এপ্রিল, ২০২১ ০৯:০৯

৪২ বছর পর ফের জেগে উঠলো ভয়ংকর আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক

৪২ বছর পর ফের জেগে উঠলো ভয়ংকর আগ্নেয়গিরি

সংগৃহীত ছবি

ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর আবারও জ্বলে উঠেছে আগ্নেয়গিরি। দ্বীপের প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনসাল্ভস ইতিমধ্যে দ্বীপের ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে এলাকাটি  ‌‘রেডজোন’ হিসেবে ঘোষণা করেছেন।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় অন্ধকার আকাশে অন্ধকার নেমে এসেছে এবং আশপাশের এলাকা বিষাক্ত হয়ে গেছে। 

উল্লেখ্য, সর্বশেষ ১৯৭৯ সালে সেন্ট ভিনসেন্টে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। এর আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলো।

সূত্র: বিবিসি 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর