মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাঘা আমলা, সিংহ মন্ত্রীরা কী করেন

নিজস্ব প্রতিবেদক

বাঘা আমলা, সিংহ মন্ত্রীরা কী করেন

অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সবকিছু প্রধানমন্ত্রীকে সমাধান করতে হবে কেন? সরকারের বাঘা মন্ত্রী, আমলা মন্ত্রী, সিংহ মন্ত্রী ছাড়াও রাবিশ-খবিশ তো আছেনই। সব কিছুই যদি প্রধানমন্ত্রীকে করতে হয়, তাহলে আপনারা কী করেন? গতকাল দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় এসব প্রশ্ন তোলেন সাবেক এই মন্ত্রী। বিএনপির সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি এখন নানা সংকটে আছে। কোনটি আসল বিএনপি কোনটি নকল সেটা এক্স-রে করেও বের করা সম্ভব নয়। এমআরআই করতে হবে। তারা ক্ষমতা ও ষড়যন্ত্রধর্মী একটি রাজনৈতিক দল। ক্ষমতা ছাড়া তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই। এর জন্যই কখনো পথ হারাচ্ছে, কখনো পথে আসছে। সম্প্র্রতি পুলিশের বিতর্কিত কিছু ঘটনা টেনে সুরঞ্জিত বলেন,  মুক্তিযুদ্ধ থেকে পুলিশের জন্ম। এর জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু সম্প্রতি পুলিশের কিছু কিছু ঘটনা অনেক পীড়া দেয়। সেবামূলক অবস্থান থেকে পুলিশের বিচ্যুতি হয়েছে, এটা আমাদের বিব্রত করে। রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তবে এ ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক। সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর