ভারতে বর্তমান ৫০০ ও ১০০০ রুপির সব নোট বাতিল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো রুপির কারবারি ও জাল নোট বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। তবে শিগগিরই ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট ইস্যু করা হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ পদক্ষেপের সব প্রস্তুতিও শেষ করেছে। গত মধ্যরাত থেকেই পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জরুরি পরিসেবা হিসেবে শুধু পেট্রল পাম্প, বাস, রেল, বিমান, হাসপাতালগুলোতে ১১ নভেম্বর প?র্যন্ত পুরনো নোট বৈধ থাকবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ বুধবার দেশের সব ব্যাংকে আর্থিক লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে সব এটিএম কাউন্টার। ১০ নভেম্বর থেকে সব বাতিল হওয়া নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি জোগান দেওয়া হবে ব্যাংকগুলো থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই বাতিল নোট জমা দেওয়া ?যাবে দেশটির সব ব্যাংক ও পোস্ট অফিসগুলোতে। মোদি আরও জানান, ১১ নভেম্বর থেকে এটিএম কাউন্টারে রুপি তোলা যাবে। প্রথমে রুপি উত্তোলনের ঊর্ধ্বসীমা থাকবে ২০০০ টাকা। পরে ৪০০০ রুপি তোলা ?যাবে এবং পরবর্তীতে ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হবে। ভারতে জাল নোট পাচারের জন্য পাকিস্তানের দিকে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপার থেকে আমাদের শত্রুরা জাল নোট পাচার চক্রের র্যাকেট চালাচ্ছে।’ এদিকে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও আতঙ্কের কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।
শিরোনাম
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
ব্ল্যাক মানি ঠেকাতে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর