ভারতে বর্তমান ৫০০ ও ১০০০ রুপির সব নোট বাতিল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো রুপির কারবারি ও জাল নোট বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। তবে শিগগিরই ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট ইস্যু করা হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ পদক্ষেপের সব প্রস্তুতিও শেষ করেছে। গত মধ্যরাত থেকেই পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জরুরি পরিসেবা হিসেবে শুধু পেট্রল পাম্প, বাস, রেল, বিমান, হাসপাতালগুলোতে ১১ নভেম্বর প?র্যন্ত পুরনো নোট বৈধ থাকবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ বুধবার দেশের সব ব্যাংকে আর্থিক লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে সব এটিএম কাউন্টার। ১০ নভেম্বর থেকে সব বাতিল হওয়া নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি জোগান দেওয়া হবে ব্যাংকগুলো থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই বাতিল নোট জমা দেওয়া ?যাবে দেশটির সব ব্যাংক ও পোস্ট অফিসগুলোতে। মোদি আরও জানান, ১১ নভেম্বর থেকে এটিএম কাউন্টারে রুপি তোলা যাবে। প্রথমে রুপি উত্তোলনের ঊর্ধ্বসীমা থাকবে ২০০০ টাকা। পরে ৪০০০ রুপি তোলা ?যাবে এবং পরবর্তীতে ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হবে। ভারতে জাল নোট পাচারের জন্য পাকিস্তানের দিকে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপার থেকে আমাদের শত্রুরা জাল নোট পাচার চক্রের র্যাকেট চালাচ্ছে।’ এদিকে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও আতঙ্কের কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
ব্ল্যাক মানি ঠেকাতে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর