ভারতে বর্তমান ৫০০ ও ১০০০ রুপির সব নোট বাতিল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো রুপির কারবারি ও জাল নোট বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। তবে শিগগিরই ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট ইস্যু করা হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ পদক্ষেপের সব প্রস্তুতিও শেষ করেছে। গত মধ্যরাত থেকেই পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জরুরি পরিসেবা হিসেবে শুধু পেট্রল পাম্প, বাস, রেল, বিমান, হাসপাতালগুলোতে ১১ নভেম্বর প?র্যন্ত পুরনো নোট বৈধ থাকবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ বুধবার দেশের সব ব্যাংকে আর্থিক লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে সব এটিএম কাউন্টার। ১০ নভেম্বর থেকে সব বাতিল হওয়া নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি জোগান দেওয়া হবে ব্যাংকগুলো থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই বাতিল নোট জমা দেওয়া ?যাবে দেশটির সব ব্যাংক ও পোস্ট অফিসগুলোতে। মোদি আরও জানান, ১১ নভেম্বর থেকে এটিএম কাউন্টারে রুপি তোলা যাবে। প্রথমে রুপি উত্তোলনের ঊর্ধ্বসীমা থাকবে ২০০০ টাকা। পরে ৪০০০ রুপি তোলা ?যাবে এবং পরবর্তীতে ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হবে। ভারতে জাল নোট পাচারের জন্য পাকিস্তানের দিকে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপার থেকে আমাদের শত্রুরা জাল নোট পাচার চক্রের র্যাকেট চালাচ্ছে।’ এদিকে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও আতঙ্কের কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।
শিরোনাম
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
ব্ল্যাক মানি ঠেকাতে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর