ভারতে বর্তমান ৫০০ ও ১০০০ রুপির সব নোট বাতিল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো রুপির কারবারি ও জাল নোট বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। তবে শিগগিরই ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট ইস্যু করা হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ পদক্ষেপের সব প্রস্তুতিও শেষ করেছে। গত মধ্যরাত থেকেই পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জরুরি পরিসেবা হিসেবে শুধু পেট্রল পাম্প, বাস, রেল, বিমান, হাসপাতালগুলোতে ১১ নভেম্বর প?র্যন্ত পুরনো নোট বৈধ থাকবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ বুধবার দেশের সব ব্যাংকে আর্থিক লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে সব এটিএম কাউন্টার। ১০ নভেম্বর থেকে সব বাতিল হওয়া নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি জোগান দেওয়া হবে ব্যাংকগুলো থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই বাতিল নোট জমা দেওয়া ?যাবে দেশটির সব ব্যাংক ও পোস্ট অফিসগুলোতে। মোদি আরও জানান, ১১ নভেম্বর থেকে এটিএম কাউন্টারে রুপি তোলা যাবে। প্রথমে রুপি উত্তোলনের ঊর্ধ্বসীমা থাকবে ২০০০ টাকা। পরে ৪০০০ রুপি তোলা ?যাবে এবং পরবর্তীতে ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হবে। ভারতে জাল নোট পাচারের জন্য পাকিস্তানের দিকে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপার থেকে আমাদের শত্রুরা জাল নোট পাচার চক্রের র্যাকেট চালাচ্ছে।’ এদিকে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও আতঙ্কের কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে।
শিরোনাম
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
ব্ল্যাক মানি ঠেকাতে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর