ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে ভারতীয় গরু সন্দেহে আটক করা নিয়ে সংঘর্ষে শিশুসহ তিনজন নিহতের পর পুরো এলাকায় কান্না ও আহাজারি থামছে না। বুধবার সন্ধ্যায় বহরমপুর গ্রামের শিশু জয়নুল, শিক্ষক নবাব ও কৃষক সাদেকের লাশ পরিবারের কাছে পৌঁছলে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ, থানার ওসি আমিরুজ্জামানের উপস্থিতিতে তিন লাশ হস্তান্তর করা হয়। এর আগে ঘটনার পরদিন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম হরিপুরে বহরম ও রুহিয়া এলাকা পরিদর্শনে যান। এ সময় দবিরুল ইসলাম এমপি বলেন, যারা মারা গেছে তারা নিঃসন্দেহে নিরীহ। তাদের হত্যা করার অধিকার কারও নেই। দবিরুল ইসলাম এমপি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় চাঁপধা বাজারে দোষীদের শাস্তি দাবি করে এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। অংশ নেয় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। দুপুরে হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ নিহতদের দাফনে প্রতি পরিবারকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারকে প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। রবিবার তদন্ত শুরু হবে।’ তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানান তিনি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, চোরাকারবারিদের হাত থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়। বাকি তিনটি গরু বিজিবির হেফাজতে আছে। বিজিরি ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
তিনজনের লাশ হস্তান্তর
সীমান্তে সংঘর্ষে তদন্ত কমিটি
আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর