ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে ভারতীয় গরু সন্দেহে আটক করা নিয়ে সংঘর্ষে শিশুসহ তিনজন নিহতের পর পুরো এলাকায় কান্না ও আহাজারি থামছে না। বুধবার সন্ধ্যায় বহরমপুর গ্রামের শিশু জয়নুল, শিক্ষক নবাব ও কৃষক সাদেকের লাশ পরিবারের কাছে পৌঁছলে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ, থানার ওসি আমিরুজ্জামানের উপস্থিতিতে তিন লাশ হস্তান্তর করা হয়। এর আগে ঘটনার পরদিন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম হরিপুরে বহরম ও রুহিয়া এলাকা পরিদর্শনে যান। এ সময় দবিরুল ইসলাম এমপি বলেন, যারা মারা গেছে তারা নিঃসন্দেহে নিরীহ। তাদের হত্যা করার অধিকার কারও নেই। দবিরুল ইসলাম এমপি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় চাঁপধা বাজারে দোষীদের শাস্তি দাবি করে এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। অংশ নেয় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। দুপুরে হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ নিহতদের দাফনে প্রতি পরিবারকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারকে প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। রবিবার তদন্ত শুরু হবে।’ তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানান তিনি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, চোরাকারবারিদের হাত থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়। বাকি তিনটি গরু বিজিবির হেফাজতে আছে। বিজিরি ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া