ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে ভারতীয় গরু সন্দেহে আটক করা নিয়ে সংঘর্ষে শিশুসহ তিনজন নিহতের পর পুরো এলাকায় কান্না ও আহাজারি থামছে না। বুধবার সন্ধ্যায় বহরমপুর গ্রামের শিশু জয়নুল, শিক্ষক নবাব ও কৃষক সাদেকের লাশ পরিবারের কাছে পৌঁছলে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ, থানার ওসি আমিরুজ্জামানের উপস্থিতিতে তিন লাশ হস্তান্তর করা হয়। এর আগে ঘটনার পরদিন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম হরিপুরে বহরম ও রুহিয়া এলাকা পরিদর্শনে যান। এ সময় দবিরুল ইসলাম এমপি বলেন, যারা মারা গেছে তারা নিঃসন্দেহে নিরীহ। তাদের হত্যা করার অধিকার কারও নেই। দবিরুল ইসলাম এমপি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় চাঁপধা বাজারে দোষীদের শাস্তি দাবি করে এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। অংশ নেয় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। দুপুরে হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ নিহতদের দাফনে প্রতি পরিবারকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারকে প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। রবিবার তদন্ত শুরু হবে।’ তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানান তিনি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, চোরাকারবারিদের হাত থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়। বাকি তিনটি গরু বিজিবির হেফাজতে আছে। বিজিরি ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
তিনজনের লাশ হস্তান্তর
সীমান্তে সংঘর্ষে তদন্ত কমিটি
আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর