শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গ্রেফতারের আগে সতর্ক হতে হবে

নিজস্ব প্রতিবেদক

গ্রেফতারের আগে সতর্ক হতে হবে

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, গ্রেফতারের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেফতার না হয়। নিরপরাধ লোককে যিনি গ্রেফতার করছেন তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ ছাড়া সরকারের বিরোধিতা মানেই যে রাষ্ট্রদ্রোহ, তা নয়। এটা ভুল ধরিয়ে দেওয়া। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে গ্রেফতার-হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘আর্টিকেল নাইনটিন’ আয়োজিত ‘প্রোগ্রেস শেয়ারিং মিটিং উইথ মাল্টি স্টেকহোল্ডারস অন দ্য ইউপিআর মনিটরিং ফ্রেমওয়ার্ক’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল। 

সর্বশেষ খবর