বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে ব্যবস্থাপকদের ওপর কারও আস্থা নেই। তারা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আস্থা ফেরাতে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা না নিয়ে বাজার সিন্ডিকেটের ওপর ছেড়ে দিয়েছেন তারা। তাই বাজার শক্তিশালী করতে প্রথম পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থাপকদের পাল্টাতে হবে। বাংলাদেশ প্রতিদিনের কাছে ড. ফরাসউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে পুঁজিবাজার সংস্কার করতে হবে। সারা পৃথিবীতে বিনিয়োগযোগ্য তহবিল সংগ্রহের প্রধান মাধ্যম পুঁজিবাজার। কিন্তু আমাদের সেটা হয়নি। পুঁজিবাজারের মাধ্যমেই বড় প্রকল্পে অর্থ উত্তোলন করার কথা। যারা এই বাজার ব্যবস্থাপক তারা সেটা না করে ক্ষুদ্র বাজারে পরিণত করেছে। তিনি বলেন, অতীত নিয়ে চিন্তা বাদ দিতে হবে। কারা কারসাজি করেছে, অতীতের খলনায়ক কারা, ফটকাবাজির বাজার এসব বলে লাভ হবে না। ভবিষ্যৎ চিন্তা করে পুঁজিবাজারকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। তিনি আরও বলেন, যারা ব্যবস্থাপনা করছেন এই বাজার তারা কারসাজির সিন্ডিকেটের সহায়তা করছেন। কোনো ভূমিকা না নিয়ে এই সহায়তা করছেন। নিজেদের সুবিধার জন্য, পদবীর জন্য বড় সংস্কার করছেন না। ফলে সিন্ডিকেট ভেবে নিয়েছে তাদের ছাড়া বাজার চলবে না। এ জন্য বাজারের নিয়ন্ত্রণ মূলত তাদের হাতেই রয়ে গেছে। বিপর্যয় ঠেকাতে হলে এখনই সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য নিয়ে আসতে হবে।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা