রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ব্যবস্থাপকদের পাল্টাতে হবে

--------- ড. ফরাসউদ্দিন আহমেদ

ব্যবস্থাপকদের পাল্টাতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে ব্যবস্থাপকদের ওপর কারও আস্থা নেই। তারা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আস্থা ফেরাতে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা না নিয়ে বাজার সিন্ডিকেটের ওপর ছেড়ে দিয়েছেন তারা। তাই বাজার শক্তিশালী করতে প্রথম পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থাপকদের পাল্টাতে হবে। বাংলাদেশ প্রতিদিনের কাছে ড. ফরাসউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে পুঁজিবাজার সংস্কার করতে হবে। সারা পৃথিবীতে বিনিয়োগযোগ্য তহবিল সংগ্রহের প্রধান মাধ্যম পুঁজিবাজার। কিন্তু আমাদের সেটা হয়নি। পুঁজিবাজারের মাধ্যমেই বড় প্রকল্পে অর্থ উত্তোলন করার কথা। যারা এই বাজার ব্যবস্থাপক তারা সেটা না করে ক্ষুদ্র বাজারে পরিণত করেছে। তিনি বলেন, অতীত নিয়ে চিন্তা বাদ দিতে হবে। কারা কারসাজি করেছে, অতীতের খলনায়ক কারা, ফটকাবাজির বাজার এসব বলে লাভ হবে না। ভবিষ্যৎ চিন্তা করে পুঁজিবাজারকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। তিনি আরও বলেন, যারা ব্যবস্থাপনা করছেন এই বাজার তারা কারসাজির সিন্ডিকেটের সহায়তা করছেন। কোনো ভূমিকা না নিয়ে এই সহায়তা করছেন। নিজেদের সুবিধার জন্য, পদবীর জন্য বড়  সংস্কার করছেন না। ফলে সিন্ডিকেট ভেবে নিয়েছে তাদের ছাড়া বাজার চলবে না। এ জন্য বাজারের নিয়ন্ত্রণ মূলত তাদের হাতেই রয়ে গেছে। বিপর্যয় ঠেকাতে হলে এখনই সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য নিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর