বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

লোকসভায় কংগ্রেস প্রধান বাঙালি অধীররঞ্জন

নয়াদিল্লি প্রতিনিধি

লোকসভায় কংগ্রেস প্রধান বাঙালি অধীররঞ্জন

সপ্তদশ লোকসভায় (সংসদের নিম্নকক্ষ) কংগ্রেস সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের অধীররঞ্জন চৌধুরী। রাহুল গান্ধী এ পদটি ছেড়ে দেওয়ায় পাঁচবার নির্বাচিত এমপি চৌধুরী নেতা হলেন। তিনি হচ্ছেন দ্বিতীয় কোনো বাঙালি যাকে কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্বে আনা হলো। এদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ লোকসভার স্পিকার পদে ওম বিড়লাকে  মনোনীত করেছে। আজ (বুধবার) স্পিকার পদে নির্বাচন হবে। ৫৭ বছর বয়সী ওম বিড়লা রাজস্থানের কোটা আসনে বিজেপি প্রার্থী হিসেবে কংগ্রেস প্রার্থী রামনারায়ণ মীনাকে আড়াই লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন। তিনি দুবার রাজস্থান বিধানসভার ও লোকসভার সদস্য ছিলেন। স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিরোধী দল কোনো প্রার্থী না দেওয়ায় ওম বিড়লার সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়াটা নিশ্চিত।

সর্বশেষ খবর