রাজধানীর মিরপুরে বাসচাপায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাব্বিরের মৃত্যুর প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। গতকাল দুপুর থেকে নাহার একাডেমির শিক্ষার্থীরা সাব্বির হত্যার প্রতিবাদে ইসিবি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সহপাঠীদের এ আন্দোলনে মিরপুর থেকে আবদুল্লাহপুর, কাকলী ও বিশ্বরোড পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে মিরপুর-১২, কালশী এবং বনানী ফ্লাইওভারে দেখা দেয় তীব্র যানজট। ঘণ্টা তিনেক পর অবরোধ তুলে নেওয়া হলে ওই এলাকায় যান চলাচল ফের স্বাভাবিক হয়। এর আগে শনিবার বিকালে পল্লবী থানার মিরপুর ১২ নম্বর সেকশনের ২১ নম্বর রোডে চার রাস্তার মোড়ে যাত্রীবাহী প্রজাপতি বাসের চাপায় গুরুতর আহত হয় নাহার একাডেমির ছাত্র সাব্বির (১২)। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ খবরে গতকাল ইসিবি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তার সহপাঠীরা। এ সময় নাহার একাডেমির শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে বাসচালকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখাসহ নানা স্লোগানের প্ল্যাকার্ড হাতে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ জানাতে থাকে তারা। খ খ অবস্থানে তাদের বিক্ষোভে যোগ দেয় আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে এর আগে কয়েকবার আন্দোলন হয়েছে। তবুও সড়কে প্রাণহানি বন্ধ হচ্ছে না। তাহলে এত আশ্বাস, এত আন্দোলনের পরও সড়ক আমাদের জন্য কতটুকু নিরাপদ হয়েছে? ইসিবিতে কর্মরত ট্রাফিকের সার্জেন্ট অনিত্য কুমার জানান, সড়কে শিক্ষার্থীদের অবস্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরে যান চলাচল শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, কিছু সময়ের জন্য নাহার একাডেমির বাচ্চারা অবস্থান নিয়েছিল। পরে তারা রাস্তা ছেড়ে দেয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার দিনই বাসচালককে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
শিরোনাম
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
- লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
- শ্রীপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে লুটপাট
- ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেফতার
- ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু
- ঝটিকা মিছিলের অর্থদাতারা আইনের আওতায় আসবে: পুলিশ
- নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে : ইসি আনোয়ারুল
- বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার
- হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা
- ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
- হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৫৬
- ঘন কুয়াশায় যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত
মিরপুরে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু
বিক্ষোভ অবরোধ তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর