রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন ধ্বংস হবে

নিজস্ব প্রতিবেদক

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন ধ্বংস হবে

সুন্দরবন বাঁচাতে সরকার যত্নশীল নয়। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবন রক্ষায় ইউনেস্কোর পদক্ষেপকে সমর্থন করা উচিত। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহসভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ  সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, বন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবন ঘিরে অনুমোদিত সব প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আসছি আমরা। কিন্তু সরকার আমাদের কথা শোনে না। মানবাধিকারকর্মী ও সবার মতামত উপেক্ষা করে সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পাশেই ফার্নেস অয়েলের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর, বনের পাশে শিল্পায়নের কার্যক্রম চলছে। এ বনকে ঘিরে ১৫০টি শিল্পপ্লট দেওয়া হয়েছে। যার মধ্যে ২৮টি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেখানে লাল ক্যাটাগরির শিল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন। বিশ্বের কাছে দেশ ও জাতি হিসেবে এটি হবে একটি বড় অযোগ্যতার ও লজ্জার বিষয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ড. এম এ মতিন, রুহিন হোসেন প্রিন্স, শরিফ জামিল প্রমুখ।

সর্বশেষ খবর