মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযানের প্রতিফলন আপনারা ইতিমধ্যে পেয়েছেন। শুদ্ধি অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। যেভাবে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় সরকার সেদিকে অগ্রসর হচ্ছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ভাই ভাই কমপ্লেক্সে গতকাল পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনাধীন ‘কমিউনিটি ব্যাংক’ উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আইজিপি এ কথা বলেন। ২ লাখ ১০ হাজার পুলিশ সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১০ লক্ষাধিক মানুষ এ ব্যাংকের সঙ্গে জড়িত। আমরা কমিউনিটি পুলিশ করেছি জনগণকে সঙ্গে নিয়ে জনগণের কাজ করার জন্য। তেমনি কমিউনিটি ব্যাংক করেছি জনগণের জন্য এবং জনগণকে সঙ্গে নিয়ে পরিচালনার জন্য। আইজিপি বলেন, এ ব্যাংকের অন্যতম বৈশিষ্ট থাকবে চিকিৎসা, শিক্ষা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ অসহায় মানুষকে সহায়তাদান। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ নির্মূলে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ঘোষণা করতে চাই। পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও এডিশনাল এসপি রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে এডিশনাল আইজিপি ড. মাইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরেফিন, নোমান শিল্প গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জাবের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূইয়াসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে