মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযানের প্রতিফলন আপনারা ইতিমধ্যে পেয়েছেন। শুদ্ধি অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। যেভাবে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় সরকার সেদিকে অগ্রসর হচ্ছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ভাই ভাই কমপ্লেক্সে গতকাল পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনাধীন ‘কমিউনিটি ব্যাংক’ উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আইজিপি এ কথা বলেন। ২ লাখ ১০ হাজার পুলিশ সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১০ লক্ষাধিক মানুষ এ ব্যাংকের সঙ্গে জড়িত। আমরা কমিউনিটি পুলিশ করেছি জনগণকে সঙ্গে নিয়ে জনগণের কাজ করার জন্য। তেমনি কমিউনিটি ব্যাংক করেছি জনগণের জন্য এবং জনগণকে সঙ্গে নিয়ে পরিচালনার জন্য। আইজিপি বলেন, এ ব্যাংকের অন্যতম বৈশিষ্ট থাকবে চিকিৎসা, শিক্ষা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ অসহায় মানুষকে সহায়তাদান। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ নির্মূলে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ঘোষণা করতে চাই। পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও এডিশনাল এসপি রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে এডিশনাল আইজিপি ড. মাইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরেফিন, নোমান শিল্প গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জাবের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূইয়াসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
শুদ্ধি অভিযান সারা দেশে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর