বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, বর্তমানে সম্পূর্ণ ভুল নীতিতে পরিচালিত হচ্ছে দেশের ব্যাংকিং খাত। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রয়োজন ইচ্ছাশক্তি। অর্থমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন খেলাপি ঋণ আর বাড়বে না, কিন্তু সেটা হয়নি। তিনি আরও বলেছিলেন, কোনো ঋণখেলাপিকে তিনি জেলে নিতে চান না। তার এই বক্তব্যে খেলাপিরা উৎসাহিত হয়েছেন বলে মনে করেন ইব্রাহীম খালেদ। সাবেক এই ডেপুটি গভর্নর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার এখন যে নীতিতে ব্যাংক চালাচ্ছে সেটা ভুল নীতি। এভাবে খেলাপি সংস্কৃতি থেকে বেরোনো সম্ভব নয়। এক্ষেত্রে চীনের একটি উদাহরণ দেন তিনি। ইব্রাহীম খালেদ বলেন, চীনে যখন খেলাপি ঋণ বেড়ে গেল তখন চীন সরকার একটি নিয়ম চালু করল তা হলো-ঋণখেলাপিদের পাসপোর্ট সরকারের কাছে জমা রাখতে হবে। তারা বিদেশ ভ্রমণে যেতে পারবে না। ঋণখেলাপিরা কোনো ধরনের সিআইপি সুবিধা পাবে না। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে কোনো পুরস্কার গ্রহণ করতে পারবে না। এসব নীতির ফলে চীনে খেলাপি ঋণের ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে দেশটিতে খেলাপি ঋণের পরিমাণ মাত্র ১ দশমিক ৩ শতাংশ। সেক্ষেত্রে বাংলাদেশ এমন নীতিও অনুসরণ করতে পারে বলে তিনি মনে করেন। ইব্রাহীম খালেদ আরও বলেন, ব্যাংক পরিচালকদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা অন্য ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিচ্ছেন না। কেননা ব্যাংকের যারা মালিক তারা প্রত্যেকেই বড় ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংক ব্যবসার পাশাপাশি অন্য ব্যবসাও তাদের রয়েছে। এজন্য নিজেদের ব্যবসার প্রয়োজনে তারা ঋণ নিচ্ছেন। যার ফলে অন্য গ্রহীতা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে পার্শ্ববর্র্তী দেশ ভারতের নীতিকে মনে করিয়ে দেন তিনি। ভারতে যারা ব্যাংক ব্যবসার সঙ্গে জড়িত তারা শুধু ব্যাংক ব্যবসাই করেন। অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না এমন লোকদেরই ব্যাংক ব্যবসার অনুমতি দেওয়া হয়। এই দুই নীতিতে ব্যাংক খাত পরিচালনা করলে পরিস্থিতি পাল্টে যাবে।
শিরোনাম
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?