বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, বর্তমানে সম্পূর্ণ ভুল নীতিতে পরিচালিত হচ্ছে দেশের ব্যাংকিং খাত। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রয়োজন ইচ্ছাশক্তি। অর্থমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন খেলাপি ঋণ আর বাড়বে না, কিন্তু সেটা হয়নি। তিনি আরও বলেছিলেন, কোনো ঋণখেলাপিকে তিনি জেলে নিতে চান না। তার এই বক্তব্যে খেলাপিরা উৎসাহিত হয়েছেন বলে মনে করেন ইব্রাহীম খালেদ। সাবেক এই ডেপুটি গভর্নর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার এখন যে নীতিতে ব্যাংক চালাচ্ছে সেটা ভুল নীতি। এভাবে খেলাপি সংস্কৃতি থেকে বেরোনো সম্ভব নয়। এক্ষেত্রে চীনের একটি উদাহরণ দেন তিনি। ইব্রাহীম খালেদ বলেন, চীনে যখন খেলাপি ঋণ বেড়ে গেল তখন চীন সরকার একটি নিয়ম চালু করল তা হলো-ঋণখেলাপিদের পাসপোর্ট সরকারের কাছে জমা রাখতে হবে। তারা বিদেশ ভ্রমণে যেতে পারবে না। ঋণখেলাপিরা কোনো ধরনের সিআইপি সুবিধা পাবে না। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে কোনো পুরস্কার গ্রহণ করতে পারবে না। এসব নীতির ফলে চীনে খেলাপি ঋণের ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে দেশটিতে খেলাপি ঋণের পরিমাণ মাত্র ১ দশমিক ৩ শতাংশ। সেক্ষেত্রে বাংলাদেশ এমন নীতিও অনুসরণ করতে পারে বলে তিনি মনে করেন। ইব্রাহীম খালেদ আরও বলেন, ব্যাংক পরিচালকদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা অন্য ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিচ্ছেন না। কেননা ব্যাংকের যারা মালিক তারা প্রত্যেকেই বড় ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংক ব্যবসার পাশাপাশি অন্য ব্যবসাও তাদের রয়েছে। এজন্য নিজেদের ব্যবসার প্রয়োজনে তারা ঋণ নিচ্ছেন। যার ফলে অন্য গ্রহীতা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে পার্শ্ববর্র্তী দেশ ভারতের নীতিকে মনে করিয়ে দেন তিনি। ভারতে যারা ব্যাংক ব্যবসার সঙ্গে জড়িত তারা শুধু ব্যাংক ব্যবসাই করেন। অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না এমন লোকদেরই ব্যাংক ব্যবসার অনুমতি দেওয়া হয়। এই দুই নীতিতে ব্যাংক খাত পরিচালনা করলে পরিস্থিতি পাল্টে যাবে।
শিরোনাম
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
ভুল নীতিতে পরিচালিত
খোন্দকার ইব্রাহীম খালেদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর