বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, বর্তমানে সম্পূর্ণ ভুল নীতিতে পরিচালিত হচ্ছে দেশের ব্যাংকিং খাত। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রয়োজন ইচ্ছাশক্তি। অর্থমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন খেলাপি ঋণ আর বাড়বে না, কিন্তু সেটা হয়নি। তিনি আরও বলেছিলেন, কোনো ঋণখেলাপিকে তিনি জেলে নিতে চান না। তার এই বক্তব্যে খেলাপিরা উৎসাহিত হয়েছেন বলে মনে করেন ইব্রাহীম খালেদ। সাবেক এই ডেপুটি গভর্নর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার এখন যে নীতিতে ব্যাংক চালাচ্ছে সেটা ভুল নীতি। এভাবে খেলাপি সংস্কৃতি থেকে বেরোনো সম্ভব নয়। এক্ষেত্রে চীনের একটি উদাহরণ দেন তিনি। ইব্রাহীম খালেদ বলেন, চীনে যখন খেলাপি ঋণ বেড়ে গেল তখন চীন সরকার একটি নিয়ম চালু করল তা হলো-ঋণখেলাপিদের পাসপোর্ট সরকারের কাছে জমা রাখতে হবে। তারা বিদেশ ভ্রমণে যেতে পারবে না। ঋণখেলাপিরা কোনো ধরনের সিআইপি সুবিধা পাবে না। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে কোনো পুরস্কার গ্রহণ করতে পারবে না। এসব নীতির ফলে চীনে খেলাপি ঋণের ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে দেশটিতে খেলাপি ঋণের পরিমাণ মাত্র ১ দশমিক ৩ শতাংশ। সেক্ষেত্রে বাংলাদেশ এমন নীতিও অনুসরণ করতে পারে বলে তিনি মনে করেন। ইব্রাহীম খালেদ আরও বলেন, ব্যাংক পরিচালকদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা অন্য ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিচ্ছেন না। কেননা ব্যাংকের যারা মালিক তারা প্রত্যেকেই বড় ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংক ব্যবসার পাশাপাশি অন্য ব্যবসাও তাদের রয়েছে। এজন্য নিজেদের ব্যবসার প্রয়োজনে তারা ঋণ নিচ্ছেন। যার ফলে অন্য গ্রহীতা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে পার্শ্ববর্র্তী দেশ ভারতের নীতিকে মনে করিয়ে দেন তিনি। ভারতে যারা ব্যাংক ব্যবসার সঙ্গে জড়িত তারা শুধু ব্যাংক ব্যবসাই করেন। অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না এমন লোকদেরই ব্যাংক ব্যবসার অনুমতি দেওয়া হয়। এই দুই নীতিতে ব্যাংক খাত পরিচালনা করলে পরিস্থিতি পাল্টে যাবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ভুল নীতিতে পরিচালিত
খোন্দকার ইব্রাহীম খালেদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর