করোনা ভ্যাকসিনকে সবার জন্য উন্মুক্ত করে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এটি বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিতরণের পাশাপাশি এটিকে বৈশ্বিক নেতৃবৃন্দ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলোর প্রতি আবেদন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৮ জন নোবেল লরিয়েট, বিভিন্ন রাষ্ট্রের ১৯ জন সাবেক প্রেসিডেন্ট, ১৫ জন সাবেক প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১০৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতকাল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বৈশ্বিক সামাজিক ব্যবসা দিবস সম্মেলনের শেষ দিনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এ আবেদন জানানো হয়। এর আগে ৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস করোনা ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে জনগণের সম্পত্তিতে পরিণত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ পৃথিবী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেছিলেন, এই ভ্যাকসিনের প্যাটেন্টের ওপর কারও একক অধিকার থাকবে না। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সামার অব পারপাস’ শিরোনামে এবারের সম্মেলনে তিন দিন ধরে বক্তারা করোনা-পরবর্তী পৃথিবীতে বৈশ্বিক সামাজিক সমস্যাগুলো কীভাবে উদ্ভাবনমূলক উপায়ে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় মানবাধিকার, গ্রহ হিসেবে পৃথিবীর নিজস্ব অধিকার, মূল্যবোধ-চালিত ব্যক্তিগত লক্ষ্য বিষয়ক সংলাপ, খেলাধুলাকে মহামারী চলাকালেও পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে করোনা ভ্যাকসিনকে কীভাবে একটি বৈশ্বিক সর্বসাধারণের সম্পত্তিতে পরিণত করা যায় ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিভিন্ন সামাজিক ব্যবসা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মিলিত হন। এগুলো হচ্ছে : কভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা, উদ্যোক্তা সৃষ্টি : ক্ষুদ্রঋণ ও নবীন কর্মসূচি এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কভিড মোকাবিলা। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলো-আপ সেশনে এরপর কভিড-পরবর্তী একটি উন্নততর পৃথিবী গড়ে তুলতে সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর ভূমিকা তুলে ধরা হয়।
শিরোনাম
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
ইউনূসের নেতৃত্বে ১৮ নোবেলজয়ীর ফ্রি ভ্যাকসিন আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর