করোনা ভ্যাকসিনকে সবার জন্য উন্মুক্ত করে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এটি বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিতরণের পাশাপাশি এটিকে বৈশ্বিক নেতৃবৃন্দ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলোর প্রতি আবেদন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৮ জন নোবেল লরিয়েট, বিভিন্ন রাষ্ট্রের ১৯ জন সাবেক প্রেসিডেন্ট, ১৫ জন সাবেক প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১০৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতকাল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বৈশ্বিক সামাজিক ব্যবসা দিবস সম্মেলনের শেষ দিনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এ আবেদন জানানো হয়। এর আগে ৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস করোনা ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে জনগণের সম্পত্তিতে পরিণত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ পৃথিবী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেছিলেন, এই ভ্যাকসিনের প্যাটেন্টের ওপর কারও একক অধিকার থাকবে না। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সামার অব পারপাস’ শিরোনামে এবারের সম্মেলনে তিন দিন ধরে বক্তারা করোনা-পরবর্তী পৃথিবীতে বৈশ্বিক সামাজিক সমস্যাগুলো কীভাবে উদ্ভাবনমূলক উপায়ে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় মানবাধিকার, গ্রহ হিসেবে পৃথিবীর নিজস্ব অধিকার, মূল্যবোধ-চালিত ব্যক্তিগত লক্ষ্য বিষয়ক সংলাপ, খেলাধুলাকে মহামারী চলাকালেও পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে করোনা ভ্যাকসিনকে কীভাবে একটি বৈশ্বিক সর্বসাধারণের সম্পত্তিতে পরিণত করা যায় ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিভিন্ন সামাজিক ব্যবসা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মিলিত হন। এগুলো হচ্ছে : কভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা, উদ্যোক্তা সৃষ্টি : ক্ষুদ্রঋণ ও নবীন কর্মসূচি এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কভিড মোকাবিলা। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলো-আপ সেশনে এরপর কভিড-পরবর্তী একটি উন্নততর পৃথিবী গড়ে তুলতে সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর ভূমিকা তুলে ধরা হয়।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
ইউনূসের নেতৃত্বে ১৮ নোবেলজয়ীর ফ্রি ভ্যাকসিন আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর