করোনা ভ্যাকসিনকে সবার জন্য উন্মুক্ত করে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এটি বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিতরণের পাশাপাশি এটিকে বৈশ্বিক নেতৃবৃন্দ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলোর প্রতি আবেদন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৮ জন নোবেল লরিয়েট, বিভিন্ন রাষ্ট্রের ১৯ জন সাবেক প্রেসিডেন্ট, ১৫ জন সাবেক প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১০৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতকাল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বৈশ্বিক সামাজিক ব্যবসা দিবস সম্মেলনের শেষ দিনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এ আবেদন জানানো হয়। এর আগে ৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস করোনা ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে জনগণের সম্পত্তিতে পরিণত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ পৃথিবী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেছিলেন, এই ভ্যাকসিনের প্যাটেন্টের ওপর কারও একক অধিকার থাকবে না। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সামার অব পারপাস’ শিরোনামে এবারের সম্মেলনে তিন দিন ধরে বক্তারা করোনা-পরবর্তী পৃথিবীতে বৈশ্বিক সামাজিক সমস্যাগুলো কীভাবে উদ্ভাবনমূলক উপায়ে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় মানবাধিকার, গ্রহ হিসেবে পৃথিবীর নিজস্ব অধিকার, মূল্যবোধ-চালিত ব্যক্তিগত লক্ষ্য বিষয়ক সংলাপ, খেলাধুলাকে মহামারী চলাকালেও পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে করোনা ভ্যাকসিনকে কীভাবে একটি বৈশ্বিক সর্বসাধারণের সম্পত্তিতে পরিণত করা যায় ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিভিন্ন সামাজিক ব্যবসা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মিলিত হন। এগুলো হচ্ছে : কভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা, উদ্যোক্তা সৃষ্টি : ক্ষুদ্রঋণ ও নবীন কর্মসূচি এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কভিড মোকাবিলা। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলো-আপ সেশনে এরপর কভিড-পরবর্তী একটি উন্নততর পৃথিবী গড়ে তুলতে সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর ভূমিকা তুলে ধরা হয়।
শিরোনাম
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী