করোনা ভ্যাকসিনকে সবার জন্য উন্মুক্ত করে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এটি বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিতরণের পাশাপাশি এটিকে বৈশ্বিক নেতৃবৃন্দ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলোর প্রতি আবেদন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৮ জন নোবেল লরিয়েট, বিভিন্ন রাষ্ট্রের ১৯ জন সাবেক প্রেসিডেন্ট, ১৫ জন সাবেক প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১০৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতকাল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বৈশ্বিক সামাজিক ব্যবসা দিবস সম্মেলনের শেষ দিনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এ আবেদন জানানো হয়। এর আগে ৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস করোনা ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে জনগণের সম্পত্তিতে পরিণত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ পৃথিবী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেছিলেন, এই ভ্যাকসিনের প্যাটেন্টের ওপর কারও একক অধিকার থাকবে না। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সামার অব পারপাস’ শিরোনামে এবারের সম্মেলনে তিন দিন ধরে বক্তারা করোনা-পরবর্তী পৃথিবীতে বৈশ্বিক সামাজিক সমস্যাগুলো কীভাবে উদ্ভাবনমূলক উপায়ে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় মানবাধিকার, গ্রহ হিসেবে পৃথিবীর নিজস্ব অধিকার, মূল্যবোধ-চালিত ব্যক্তিগত লক্ষ্য বিষয়ক সংলাপ, খেলাধুলাকে মহামারী চলাকালেও পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে করোনা ভ্যাকসিনকে কীভাবে একটি বৈশ্বিক সর্বসাধারণের সম্পত্তিতে পরিণত করা যায় ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিভিন্ন সামাজিক ব্যবসা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মিলিত হন। এগুলো হচ্ছে : কভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা, উদ্যোক্তা সৃষ্টি : ক্ষুদ্রঋণ ও নবীন কর্মসূচি এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কভিড মোকাবিলা। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলো-আপ সেশনে এরপর কভিড-পরবর্তী একটি উন্নততর পৃথিবী গড়ে তুলতে সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর ভূমিকা তুলে ধরা হয়।
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইউনূসের নেতৃত্বে ১৮ নোবেলজয়ীর ফ্রি ভ্যাকসিন আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর