ঢাকা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্যকে বেআইনিভাবে ‘দুই ঘণ্টা আটকে রাখার’ অভিযোগে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের ‘অপসারণ’ চেয়ে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। গতকাল সকালে বিক্ষুব্ধ আইনজীবীরা ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আদালতপাড়ায় স্লোগান দিয়ে এ বিক্ষোভ করেন। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রধান গেট বন্ধ করে বিচারকের বিচারের দাবিতে সমাবেশ করেন আইনজীবীরা। এ কারণে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই ভবনের বিচারকাজ বন্ধ হয়ে যায় এবং আদালতপাড়ার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। তবে বেলা ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ স্থগিত করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির একজন আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারক আসাদুজ্জামান নূর এবং তাকে আটকে রাখেন। বিচারকের এমন অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তাকে প্রত্যাহারের দাবিতে গতকাল ঢাকা বারের সাধারণ আইনজীবীরা সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করেন। এর আগে ঢাকা আইনজীবী সমিতির কাছে মঙ্গলবার ঘটনার বিষয় উল্লেখ করে লিখিতভাবে অভিযোগ করেন আইনজীবী রুবেল আহমেদ ভূঞা নামের ওই আইনজীবী। এদিকে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান সাংবাদিকদের জানান, ঢাকার এসিএমএম আসাদুজ্জামান নূরের সঙ্গে একজন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণ নিয়ে যে বিরোধের সূত্রপাত, সেটির মীমাংসা হয়েছে। স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন আইনজীবীরা। আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টায় একটি মামলার শুনানি করতে বিচারক আসাদুজ্জামান নূরের এজলাসে যান আইনজীবী রুবেল আহমেদ ভূঞা। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই আদালতের পেশকার জানান, বেলা ১২টায় বিচারক এজলাসে উঠবেন। তখন আইনজীবী রুবেল বলেন, ‘আমাদের একটা নির্দিষ্ট সময় বলা হোক, তা না হলে আমাদের সমস্যা হয়। সকালে অন্য আদালতেও মামলা থাকে। এক মামলার শুনানির জন্য এভাবে অপেক্ষা করতে গেলে অন্য মামলা আর করা যায় না।’ পরে বিচারক এজলাসে উঠে ওই আইনজীবীকে অন্য মামলা সেরে আসতে বলেন। অন্য মামলা সেরে আসার পর আইনজীবী রুবেল তার কনিষ্ঠ সহযোগী আইনজীবীকে পাঠান এ মামলা শুনানি করতে। তখন বিচারক বলেন, ‘সেই আইনজীবীকে আসতে হবে, যিনি সময়বিভ্রাটে পড়েছেন।’ পরে আইনজীবী রুবেল এজলাসে এলে কোনো কথা না শুনেই বিচারক এজলাসে থাকা পুলিশকে নির্দেশ দেন ওই আইনজীবীকে আটক করার জন্য।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
আইনজীবীকে আটকে রাখায় বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর