মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

দেশে আজ নারী অধিকার ভূলুণ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দেশে আজ নারী অধিকার ভূলুণ্ঠিত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের শাসনক্ষমতায় প্রধানত নারী অধিষ্ঠিত থাকলেও বাংলাদেশে আজ নারী অধিকার ভূলুণ্ঠিত। কিছু দিন আগেও বাংলাদেশ ছিল ধর্ষণের স্বর্গরাজ্য। বিশ্ব নারী দিবসের যে স্লোগান, ‘নারী নেতৃত্বে করোনাকালে বৈষম্যের অবসান হবে’, এর উল্টোটা হয়েছে এ  দেশে। বৈষম্য ও দারিদ্র্য আরও বেড়েছে। গতকাল রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘অধিকারহীন ভয়ার্ত বিষণ্ণতার প্রতীক নয়, নারী হোক গণতন্ত্রের ভ্যানগার্ড’ স্লোগানে বিশ্ব নারী দিবস উপলক্ষে নাগরিক নারী ঐক্য এ সভার আয়োজন করে। নাগরিক নারী ঐক্যের সভাপতি শাহনাজ রানুর সভাপতিত্বে এতে নাগরিক ঐক্যের উপদেষ্টা আকরাম হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, লুৎফুন নাহার মিনু, নাগরিক নারী ঐক্যের নেত্রী ফেরদৌসী আক্তার, স্বপ্না আক্তার, প্রিন্সিপাল রোকেয়া রুমি, প্রিন্সিপাল হুসনে জাহান প্রমুখ বক্তব্য দেন। মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে এ সরকার। শুধু ফেসবুকে সরকারের সমালোচনা করার কারণে লেখক মুশতাককে কারাগারে জীবন দিতে হয়েছে।

কার্টুনিস্ট কিশোর নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে।

মান্না বলেন, যতক্ষণ দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ মানুষের কথা বলার অধিকার যেমন আসবে না তেমনি নারী অধিকারও প্রতিষ্ঠা হবে না। তিনি এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে নারীসমাজকে অগ্রণী বাহিনীর ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ খবর