ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে খুব ভালো না করার পেছনে অনেক কারণ রয়েছে। রিসার্চ কালচার এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে উন্নয়ন হয়নি। সরকারের পক্ষ থেকে গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। আর গবেষকরা সিরিয়াসলি গবেষণাকর্মও করেন না। রিসার্চ কালচারের (গবেষণা সংস্কৃতি) সংকটের কারণেই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইউজিসির সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী বলেন, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা দায়সারা গবেষণা করে স্থানীয় পাবলিকেশন্সে প্রকাশ করে প্রমোশন বা অন্যান্য সুবিধা নেন। কারণ মানসম্মত একটি গবেষণাকর্ম সম্পন্ন ও পাবলিশ করতে এক থেকে দুই বছর লেগে যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার পেছনে এতটা সময় ব্যয় করতে চান না। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যদি কোনো উদ্ভাবন না থাকে, মানসম্মত বিদেশি জার্নাল প্রতিষ্ঠানগুলো গবেষণাপত্র রিজেক্ট করে দেয়, পাবলিশ করে না। গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আপডেট জ্ঞান রাখতে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। তিনি বলেন, দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন হওয়ার পরও গবেষণার ক্ষেত্রে তেমন একটা নজর দেওয়া হয়নি। দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। শিক্ষার্থীরা বড় একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভর্তি হয়। এ ছাড়া ছাত্র-শিক্ষক অনুপাত, অবকাঠামো সবই মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এগুলো ইতিবাচক দিক। আমাদের দেশের গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিলাম, এতে কিন্তু আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়ে না। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ প্রযোজনা/কলাবরেশন কতগুলো রয়েছে তার ওপরও র্যাঙ্কিং নির্ভর করে। গ্লোবাল ভিলেজের এ যুগে সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোও সময়মতো সব তথ্য দিয়ে আপডেট করা হয় না। এটাও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার বড় কারণ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ