ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে খুব ভালো না করার পেছনে অনেক কারণ রয়েছে। রিসার্চ কালচার এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে উন্নয়ন হয়নি। সরকারের পক্ষ থেকে গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। আর গবেষকরা সিরিয়াসলি গবেষণাকর্মও করেন না। রিসার্চ কালচারের (গবেষণা সংস্কৃতি) সংকটের কারণেই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইউজিসির সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী বলেন, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা দায়সারা গবেষণা করে স্থানীয় পাবলিকেশন্সে প্রকাশ করে প্রমোশন বা অন্যান্য সুবিধা নেন। কারণ মানসম্মত একটি গবেষণাকর্ম সম্পন্ন ও পাবলিশ করতে এক থেকে দুই বছর লেগে যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার পেছনে এতটা সময় ব্যয় করতে চান না। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যদি কোনো উদ্ভাবন না থাকে, মানসম্মত বিদেশি জার্নাল প্রতিষ্ঠানগুলো গবেষণাপত্র রিজেক্ট করে দেয়, পাবলিশ করে না। গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আপডেট জ্ঞান রাখতে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। তিনি বলেন, দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন হওয়ার পরও গবেষণার ক্ষেত্রে তেমন একটা নজর দেওয়া হয়নি। দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। শিক্ষার্থীরা বড় একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভর্তি হয়। এ ছাড়া ছাত্র-শিক্ষক অনুপাত, অবকাঠামো সবই মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এগুলো ইতিবাচক দিক। আমাদের দেশের গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিলাম, এতে কিন্তু আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়ে না। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ প্রযোজনা/কলাবরেশন কতগুলো রয়েছে তার ওপরও র্যাঙ্কিং নির্ভর করে। গ্লোবাল ভিলেজের এ যুগে সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোও সময়মতো সব তথ্য দিয়ে আপডেট করা হয় না। এটাও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার বড় কারণ।
শিরোনাম
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর