শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর

বাংলাদেশের আকাশে কোথাও গতকাল হিজরি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শুক্রবার সফর মাস ৩০ দিনে পূর্ণ করে আগামীকাল শনিবার ৯ অক্টোবর থেকে ১৪৪৩ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এ হিসাবে আগামী ২০ অক্টোবর বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে ১১ হিজরির ১২ রবিউল আউয়াল তিনি ওফাত লাভ করেন।

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সর্বশেষ খবর