শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পরীক্ষামূলক টিকা শুরু ১২-১৭ বয়সী শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষামূলক টিকা শুরু ১২-১৭ বয়সী শিক্ষার্থীদের

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা দেওয়া শুরু হয়েছে গতকাল। এ দফায় ১ কোটির বেশি শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

মানিকগঞ্জের চারটি স্কুলে নবম ও দশম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীকে গতকাল  টিকা দেওয়া হয়। মন্ত্রী বলেন, আমাদের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আছে। সারা দেশে ২১টি জায়গায় টিকাদান কার্যক্রম চালানো হবে। ঢাকায় একটি বড় অনুষ্ঠানের মাধ্যমেও টিকাদান হবে। প্রথম পর্যায়ে ৩০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। সারা দেশে ১ কোটির বেশি ছেলেমেয়েকে আমরা টিকা দেব। এটা পর্যায়ক্রমে দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা স্কুলে আসছে। তারা যাতে করোনাভাইরাস থেকে নিরাপদ এবং সুরক্ষিত থাকে সে জন্য পরীক্ষামূলক আমরা স্কুলশিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু করলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর