সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

তাইজুলের ৭ উইকেট, কী হবে চতুর্থ দিনে

৮৩ রানে এগিয়ে বাংলাদেশ

আসিফ ইকবাল

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন ছিল পাকিস্তানের। পরের দুই সেশন বাংলাদেশের। দ্বিতীয় দিনের পুরোটা নিজেদের করে নেন বাবর আজমরা। গতকাল তৃতীয় দিন সমানে সমান ছিল দুই দলের। প্রথম ও দ্বিতীয় সেশন টাইগারদের হলেও শেষ সেশন ছিল সফরকারীদের। টেস্টের তিন দিনের যে চিত্র, তাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজ চতুর্থ দিন। তৃতীয় দিনের ১৪ উইকেটের পতন শেষে বাংলাদেশ এগিয়ে ৮৩ রানে। আজ হাতে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত মুশফিকুর রহিম ও ইয়াসির আলি। গতকাল তৃতীয় দিনে দুই দলের সমানে সমান লড়াইকে পেছনে ফেলে আলো কেড়ে নিয়েছেন টাইগার বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও সফরকারী ওপেনার আবিদ আলি। তাইজুল পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ১১৬ রানের খরচে ৭ উইকেট নিয়ে। আবিদ ১৫ টেস্ট ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেছেন ১৩৩ রান তুলে।

পাকিস্তানের দুই ওপেনার আবিদ ও শফিক ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করেন। গতকাল খেলতে নামলেও দুই ওপেনার বিচ্ছিন্ন হন দিনের প্রথম ওভারেই। তাইজুলের বলে লেগ বিফোর হন অভিষিক্ত শফিক। সেই শুরু। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। আবিদ সাজঘরে ফেরেন ১৩৩ রানে। ২৮২ বলের ইনিংসটিতে ছিল ১২ চার ও ২ ছক্কা। তবে দিনের সব আলো কেড়ে নেন তাইজুল। আগের দিন উইকেটশূন্য থাকলেও গতকাল এক একে তুলে নেন ৭ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ৪ টেস্ট ক্যারিয়ারে এটা সেরা পারফরম্যান্স। তার বোলিং স্পেল ৪৪.৪-৯-১১৬-৭। পাকিস্তানের বিপক্ষে আগের সেরা বোলিং স্পেল ছিল ১৬৩ রান ৬ উইকেট। ৩৪ টেস্ট ক্যারিয়ারের তার উইকেট ১৩১টি। তার সেরা বোলিং জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮। গতকালের ৭ উইকেটের তিনটিই ছিল লেগ বিফোর। তাইজুলের ঘূর্ণিতে ২৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৪৪ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শাহীন শাহ আফ্রিদির গতি, সুইং ও বাউন্সারে বিপর্যস্ত হয় টাইগার ব্যাটাররা। স্কোর বোর্ডে ২৫ রান তুলতেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। নাজমুল ও মুমিনুল দুজনই আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও অভিষিক্ত ইয়াসির ১৪ রান তুলে দিন পার করেন। প্রথম ইনিংসে নার্ভাস নাইনটিজের শিকার মুশফিক ব্যাট করছেন ১২ রানে এবং ইয়াসির ৮ রানে। আফ্রিদি ৬ ওভারে ৬ রানের খরচে নেন ৩ উইকেট।

সর্বশেষ খবর