সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে যৌন নির্যাতন, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন ইশতিয়াক আমিন ফুয়াদ, তার স্ত্রী কথিত আরজে সাইমা নীরা ও সাদমান সাকিব। গত শনিবার রাতে র‌্যাব-১ ও র‌্যাব-২ এর যৌথ অভিযান চালিয়ে রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে, শুক্রবার রাজধানীর ভাটারা থানায় যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন সাদ মুআ। গতকাল কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ১০ জানুয়ারি ভাটারা এলাকায় ওই  নারীকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ভাটারা থানায় মামলা হয়। এরপর র‌্যাব অনুসন্ধানে নামে। পরে গ্রেফতারকৃত তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায় এবং তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। ইশতিয়াক এই চক্রের মূলহোতা আর আরজে নীরা ও সাদমান আফিফ তার অন্যতম সহযোগী। তারা দুই বছর ধরে নানা কৌশলে জিম্মি, ব্লাকমেইল ও প্রতারণা করে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষদের অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ট্রান্সজেন্ডার নারীর সঙ্গে সাদমান আফিফ রিশুর পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ১০ জানুয়ারি ভাটারা এলাকার রিশুর সঙ্গে অভিযোগকারীর দেখা হয়। সারপ্রাইজ দেওয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগীকে ভাটারা এলাকায় ইশতিয়াকের ভাড়া করা বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর ইশতিয়াক, নীরা ও রিশু তাকে মারধর, শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করার পাশাপাশি ভিডিও ধারণ করে। সেই সঙ্গে রূপান্তরকামী নারীর কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তারপর ভুক্তভোগীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রামপুরায় নামিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর