বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

পিবিআইর চূড়ান্ত প্রতিবেদনে মিতুর বাবার নারাজি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাহমুদা খানম মিতু হত্যায় বাবা মোশাররফ হোসেনের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে আবেদনটি করেন মোশাররফ হোসেন।

বাদীপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, ‘বাবুল আকতারের দুই সন্তান এ ঘটনার প্রত্যক্ষদর্শী। অথচ তাদের সঙ্গে কথা না বলে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তাই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তে পাঠানোর জন্য আদালতে নারাজির আবেদন করা হয়েছে। আদালত মামলার সিডিসহ শুনানির জন্য ৬ মার্চ তারিখ ধার্য করেছে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন মহানগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আকতার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ বছর পর পিবিআই তদন্তে এ খুনে বাবুল আকতারের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করে। তাই পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নতুন করে মামলা করেন, যেখানে আসামি করা হয় বাবুল আকতারসহ আটজনকে। ওই মামলায় গ্রেফতার হয়ে বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন। পিবিআইর চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে ১৪ অক্টোবর আইনজীবীর মাধ্যমে আবেদন করেন বাবুল। ২৭ অক্টোবর নারাজির আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে ৩ নভেম্বর বাবুল আকতারের করা মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেয় এবং বাবুল আকতারের নারাজি আবেদন খারিজ করে দেয় আদালত। ২৫ জানুয়ারি মোশাররফ হোসেনের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর