মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, সামনে বড় চ্যালেঞ্জ

প্রতিদিন ডেস্ক

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, সামনে বড় চ্যালেঞ্জ

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত রবিবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। সূত্র : রয়টার্স। তবে নির্বাচনে দ্বিতীয়বার ফ্রান্সের ক্ষমতায় ফেরার পর দেশবাসীর একাংশের প্রবল বিরোধিতার মুখে পড়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ-বিরোধী বিক্ষোভে পরিস্থিতি সামলাতে রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় রেনে শহরে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। এ ছাড়াও প্যারিসের রাস্তায় গুলি চালিয়েছে পুলিশ। এতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নির্বাচন-পরবর্তী ফ্রান্সে ঘনিয়েছে অশান্তির মেঘ। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের পর ভোট গণনা হয় রবিবার। রাতেই স্পষ্ট হয়ে যায় জনরায়। অতি ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মারিন লা পেনকে হারিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তার ঝুলিতে এসেছে প্রায় ৫৮ শতাংশ ভোট, যা কি না ১৯৬৯ সালের পর বড় ব্যবধান। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর