বাংলাদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরুর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর শেষে ফিরে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কবে ওয়ার্কার আসবে জানতে চেয়েছিলেন। হাইকমিশন থেকে আমাকে জানানো হয়েছে দুই সপ্তাহের মধ্যে। বাংলাদেশ থেকে কর্মী পাঠানো নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বললেন, তাদের ওয়ার্কার দরকার, বাংলাদেশি ওয়ার্কার তারা চান। আমি বললাম, আমরা এক পায়ে দাঁড়িয়ে, আমরা ওয়ার্কার দিতে চাই। তবে একটা বিষয়, আমাদের ওয়ার্কার যারা আসবে তারা যেন এক্সপ্লয়টেড না হয়, বৈষম্যের শিকার না হয়, তাদের যেন ওয়েলফেয়ার দেখা হয়। এর জবাবে শ্রমিকদের প্রতি বৈষম্য না করার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি বললেন, আমরা একটা আইন করেছি, এ আইনের অধীনে যারাই কাজ করবে মালয়েশিয়ায়, কেবল বাংলাদেশি না, যে কোনো ওয়ার্কার, তাদের আমরা ভালো আবাসন দেব, তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি।’ এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব এজেন্সির তালিকা দিয়েছে ওদের। আমরা চাই, উন্মুক্ত ও অবাধ। কোনো সিন্ডিকেট-ফিন্ডিকেট হবে না। বাংলাদেশের এ পজিশন। আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী এটা নিয়ে খুব দেন-দরবার করেছেন, আমরা স্বচ্ছ প্রক্রিয়া চাই। ওরা বলছে, এতগুলো এজেন্সি থেকে যদি আমরা লোক নিই, তাহলে ব্যবস্থাপনায় অসুবিধা হতে পারে। সে জন্য তারা নির্ধারণ করেছে। আমরা বলেছি, আপনারা যেভাবে চান নির্ধারণ করেন, শুধু আমাদের ওয়ার্কারদের ওয়েলফেয়ারটা খেয়াল রাখবেন। ওরা যাতে নির্যাতিত না হয়, তাদের থেকে এমন ধরনের চাঁদা চাইবেন না, যাতে তারা অত্যাচারিত হয়। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদরে মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়ার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, ‘আমি বললাম, আমি শুনেছি, আপনার এখানে অনেক বাংলাদেশি ওয়ার্কার আছে। তাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে। আর কারও কারও চলে যাচ্ছে। তারা আমার সঙ্গে দেখা করেছিল এবং তারা তাদের দুঃখের কাহিনি বলেছে। তারা বলল, আমরা এখানে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছি, দেশ থেকে আবার নতুন লোক আসতেছে, এটা কী ধরনের ব্যাপার?’ উনি বললেন যে, ‘নো, আমি এক্ষুণি ঘোষণা দিচ্ছি, যারা এক্সপায়ার হয়েছে কিংবা হচ্ছে তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করুক, আমরা তাদের কাগজপত্র দেব। এটা খুব সুসংবাদ।’
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
দুই সপ্তাহের মধ্যে কর্মী যাবে মালয়েশিয়ায়
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর