বাংলাদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরুর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর শেষে ফিরে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কবে ওয়ার্কার আসবে জানতে চেয়েছিলেন। হাইকমিশন থেকে আমাকে জানানো হয়েছে দুই সপ্তাহের মধ্যে। বাংলাদেশ থেকে কর্মী পাঠানো নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বললেন, তাদের ওয়ার্কার দরকার, বাংলাদেশি ওয়ার্কার তারা চান। আমি বললাম, আমরা এক পায়ে দাঁড়িয়ে, আমরা ওয়ার্কার দিতে চাই। তবে একটা বিষয়, আমাদের ওয়ার্কার যারা আসবে তারা যেন এক্সপ্লয়টেড না হয়, বৈষম্যের শিকার না হয়, তাদের যেন ওয়েলফেয়ার দেখা হয়। এর জবাবে শ্রমিকদের প্রতি বৈষম্য না করার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি বললেন, আমরা একটা আইন করেছি, এ আইনের অধীনে যারাই কাজ করবে মালয়েশিয়ায়, কেবল বাংলাদেশি না, যে কোনো ওয়ার্কার, তাদের আমরা ভালো আবাসন দেব, তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি।’ এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব এজেন্সির তালিকা দিয়েছে ওদের। আমরা চাই, উন্মুক্ত ও অবাধ। কোনো সিন্ডিকেট-ফিন্ডিকেট হবে না। বাংলাদেশের এ পজিশন। আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী এটা নিয়ে খুব দেন-দরবার করেছেন, আমরা স্বচ্ছ প্রক্রিয়া চাই। ওরা বলছে, এতগুলো এজেন্সি থেকে যদি আমরা লোক নিই, তাহলে ব্যবস্থাপনায় অসুবিধা হতে পারে। সে জন্য তারা নির্ধারণ করেছে। আমরা বলেছি, আপনারা যেভাবে চান নির্ধারণ করেন, শুধু আমাদের ওয়ার্কারদের ওয়েলফেয়ারটা খেয়াল রাখবেন। ওরা যাতে নির্যাতিত না হয়, তাদের থেকে এমন ধরনের চাঁদা চাইবেন না, যাতে তারা অত্যাচারিত হয়। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদরে মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়ার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, ‘আমি বললাম, আমি শুনেছি, আপনার এখানে অনেক বাংলাদেশি ওয়ার্কার আছে। তাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে। আর কারও কারও চলে যাচ্ছে। তারা আমার সঙ্গে দেখা করেছিল এবং তারা তাদের দুঃখের কাহিনি বলেছে। তারা বলল, আমরা এখানে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছি, দেশ থেকে আবার নতুন লোক আসতেছে, এটা কী ধরনের ব্যাপার?’ উনি বললেন যে, ‘নো, আমি এক্ষুণি ঘোষণা দিচ্ছি, যারা এক্সপায়ার হয়েছে কিংবা হচ্ছে তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করুক, আমরা তাদের কাগজপত্র দেব। এটা খুব সুসংবাদ।’
শিরোনাম
- বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসনই থাকবে: হাইকোর্ট
- ইতিহাসে প্রথম: কার্বন শোষণ নয় ছাড়ছে গাছ, বিজ্ঞানীদের নতুন উদ্বেগ
- কর্মবিরতিতে কোটালীপাড়ায় ১৮৭ বিদ্যালয়ে ক্লাস হয়নি
- চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
- পারমাণবিক জ্বালানি উৎপাদনে চীনের নতুন ইতিহাস
- ১১ কোটির অবৈধ সম্পদ : বেনজীরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের
- মুক্তিযুদ্ধের সময় নিজ পরিবারের অবস্থান জানালেন মির্জা ফখরুল
- সাবেক মন্ত্রী উবায়দুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বগুড়ায় দুই পা হারানো আহাদের পাশে সাবেক এমপি মোশারফ
- পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনও নির্দেশ দেননি পুতিন: ক্রেমলিন
- বিরলে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জনকে জেল-জরিমানা
- চট্টগ্রামে এক উপজেলায় মিললো দুই অজ্ঞাত লাশ
- নিউইয়র্কের নতুন মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা
- টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান-বাজনা ও পার্টি আয়োজন করা যাবে না
- সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৮ ভাষা শিক্ষা কোর্সে ভর্তি নিচ্ছে শাবিপ্রবি
- পরিবারসহ উমরাহ পালন করলেন প্রাণ গ্রুপের শতাধিক পরিবেশক
- নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত