সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিব্রতকর

হাই কোর্টের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা রাখার বিষয়ে তথ্য জানানোর প্রসঙ্গে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য রাষ্ট্রের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। তিনবার তথ্য চাওয়া হয়েছিল বলে আদালতকে অবহিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রাষ্ট্রপক্ষ হাই কোর্টকে জানায়, ২০১৩ সালের জুলাইতে ইএসডব্লিউর সদস্য হওয়ার পর গত জুলাই পর্যন্ত ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়। কিন্তু একজন ছাড়া কারও তথ্য নেই বলে জানিয়েছে সুইজারল্যান্ড।

সর্বশেষ খবর