আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেছেন, আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনো দিনও দেখা দিবে না। আন্দোলনে জয় নিয়েই নির্বাচনে যেতে হয়। এদেশে আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যায়। গতকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ‘পিতার শোক, কন্যার শক্তি, বাংলার অপ্রতিরোধ্য অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ১৩ বছর ধরে কত দেখলাম, কোরবানির ইদের পর, রোজার ইদের পর, দিন যায়, সপ্তাহ, মাস, বছর যায়। পদ্মা মেঘনার কত পানি গড়িয়ে যায়। কিন্তু ফখরুল সাহেবদের আন্দোলনের সোনার হরিণের দেখা পাওয়া যায় না। ক্ষমতার ময়ূর সিংহাসন দিল্লি দূরস্থ। এখনো অনেক দূরে। তিনি বলেন, অনেকে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানিয়ে দিতে চায়। এখনো চল্লিশের কাছাকাছি আমাদের রিজার্ভ। ৩৯ থেকে ৪১ এ কাছাকাছি ওঠানামা করেছে। গত ছয় মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এর আগের ছয় মাসে এই পরিমাণ রেমিট্যান্স আসেনি। আমরা দোষী না, আমরা অপরাধী না। বৈশ্বিক পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে আমাদেরকে। সভায় বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়ে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র খুঁজে বের করা হোক। সব তথ্য মিলে শ্বেতপত্র প্রকাশ করা হোক, ১৫ আগস্ট কী ঘটেছে। আমি তদন্ত কমিশন চাই, কেননা ১৫ আগস্ট কী ঘটেছিল তা জানা দরকার। তা না হলে ১৭ আগস্ট, ২১ আগস্টের মতো ঘটনা আরও ঘটতে পারে। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, খবরের কাগজে দেখলাম, ওয়াসার এমডির বেতন ২ লাখ ৬৫ হাজার। কিন্তু তিনি নেন ৬ লাখ ২৫ হাজার টাকা। তিনি দুই বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে। দুর্নীতি লুটপাটের দৃষ্টান্ত এটা। আমি পানিই পাই না। দুর্গন্ধ নোংরা পানির দাম বেড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যায়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর