রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা
পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে যত কথা

বিদেশে প্রভু নেই বন্ধু আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অনেক নেতা এখনো আওয়ামী লীগে যোগদান করার জন্য অপেক্ষা করে আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল   কাদের বলেছেন, দরজা খুলে দিলে টের পাবেন। বিএনপি থেকে কত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করতে লম্বা লাইন ধরে আছে। যোগদানের জন্য দরজা খুলে দিলে তখন টের পাবেন। গতকাল রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের বিতর্কিত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। এটাই আমাদের বড় অস্ত্র। আমাদের ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য কাউকে অনুরোধ করিনি। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমরা কারও দয়ায়  ক্ষমতায় আসিনি। দেশের জনগণ আমাদের সমর্থন করেছে ভোট দিয়েছে, আল্লাহতায়ালার রহমত আছে, তাই ক্ষমতায় এসেছি।  ‘হত্যাকাণ্ডে যারা জড়িত থাকে তাদের স্বাভাবিক মৃত্যু হয় না’- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের অনেকের স্বাভাবিক মৃত্যু হয়নি। জিয়াউর রহমানেরও স্বাভাবিক মৃত্যু হয়নি। ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জড়িতরা প্রচলিত আদালত এড়িয়ে গেলেও ইতিহাসের আদালত থেকে তারা বাঁচতে পারেনি। জিয়াউর রহমান যদি জড়িত না থাকতেন তাহলে ঘাতকদের সঙ্গে সখ্য গড়ে তুলে তাদের কীভাবে পুরস্কৃত করলেন। জিয়াউর রহমান নিজে ক্ষমতা দখল করে নিজেই রাষ্ট্রপতি হলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. কামরুল হাসান মিলন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

 

সর্বশেষ খবর