ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নতুন এ দুটি দলকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ক গেজেট প্রকাশের কথাও জানান তিনি।
গণভোটের বিষয়ে সচিব বলেন, এখনো গণভোটের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করা থেকে চূড়ান্ত করা পর্যন্ত আট মাসের বেশি সময় নিয়েছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি। নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করেছিল।
সাত দল ইসির পুনর্বিবেচনায় : তারেক রহমানের আমজনতার দলসহ সাতটি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে ইসি। এ ছাড়া অভিযোগ আসায় আম জনগণ পার্টির নিবন্ধন আটকে আছে। গতকাল ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবি-আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটি দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আম জনগণ পার্টির বিষয়ে। তাই বাকি দুই দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল- এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে।