শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ- ৮, ভুটান- ০

ক্রীড়া প্রতিবেদক

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৮-০ গোলে হারিয়ে আনন্দে মাতে বাংলাদেশের মেয়েরা -বাংলাদেশ প্রতিদিন

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন। ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে নেপালের মেয়েরা। ভারতকে প্রথমবার হারিয়েছেন সাবিনা খাতুনরা। এই সুখস্মৃতি নিয়েই ভুটানের মুখোমুখি হয়েছিলেন গতকাল। লক্ষ্য ছিল ফাইনাল নিশ্চিত করা। সেই লক্ষ্য পূরণ করেই মাঠ ছাড়লেন সাবিনা খাতুনরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন সিরাত জাহান স্বপ্না। গোল করার কিছুক্ষণ পর প্রতিপক্ষ ডিফেন্ডারের টেকলে আঘাত পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন স্বপ্না। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভুটানকে অসহায় দর্শক বানিয়ে দেন মেয়েরা। একের পর এক গোল করতেই থাকেন। প্রথমার্ধে আরও তিনটা গোল করে বাংলাদেশ। সাবিনা খাতুন ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩০ মিনিটে গোল করেন কৃষ্ণা রানী সরকার। ৩৫ মিনিটে ব্যবধান ৪-০ করেন    ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। মনিকা চাকমা ও শিউলি আজিমকে তুলে নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন মাঠে নামান শামসুন্নাহার জুনিয়র ও নিলুফা ইয়াসমিনকে। দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোল করেন সাবিনা খাতুনরা। ম্যাচের ৫৩ মিনিটে সাবিনা খাতুন গোল করে ব্যবধান ৫-০ করেন। এরপর মাসুরা পারভিন ৫৬ মিনিটে এবং তহুরা খাতুন ৮৭ মিনিটে আরও দুটি গোল করেন। সাবিনা খাতুন ম্যাচের যোগ করা সময়ে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে এবার গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন সাবিনা খাতুন। চলতি আসরে তিনি ৮ গোল করলেন। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে দুই গোল করার পর পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। সেমিফাইনালেও হ্যাটট্রিক করলেন। এবারের আসরটা যেন সাবিনা খাতুনেরই হয়ে উঠছে!

সর্বশেষ খবর