সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন। ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে নেপালের মেয়েরা। ভারতকে প্রথমবার হারিয়েছেন সাবিনা খাতুনরা। এই সুখস্মৃতি নিয়েই ভুটানের মুখোমুখি হয়েছিলেন গতকাল। লক্ষ্য ছিল ফাইনাল নিশ্চিত করা। সেই লক্ষ্য পূরণ করেই মাঠ ছাড়লেন সাবিনা খাতুনরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন সিরাত জাহান স্বপ্না। গোল করার কিছুক্ষণ পর প্রতিপক্ষ ডিফেন্ডারের টেকলে আঘাত পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন স্বপ্না। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভুটানকে অসহায় দর্শক বানিয়ে দেন মেয়েরা। একের পর এক গোল করতেই থাকেন। প্রথমার্ধে আরও তিনটা গোল করে বাংলাদেশ। সাবিনা খাতুন ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩০ মিনিটে গোল করেন কৃষ্ণা রানী সরকার। ৩৫ মিনিটে ব্যবধান ৪-০ করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। মনিকা চাকমা ও শিউলি আজিমকে তুলে নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন মাঠে নামান শামসুন্নাহার জুনিয়র ও নিলুফা ইয়াসমিনকে। দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোল করেন সাবিনা খাতুনরা। ম্যাচের ৫৩ মিনিটে সাবিনা খাতুন গোল করে ব্যবধান ৫-০ করেন। এরপর মাসুরা পারভিন ৫৬ মিনিটে এবং তহুরা খাতুন ৮৭ মিনিটে আরও দুটি গোল করেন। সাবিনা খাতুন ম্যাচের যোগ করা সময়ে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে এবার গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন সাবিনা খাতুন। চলতি আসরে তিনি ৮ গোল করলেন। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে দুই গোল করার পর পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। সেমিফাইনালেও হ্যাটট্রিক করলেন। এবারের আসরটা যেন সাবিনা খাতুনেরই হয়ে উঠছে!
শিরোনাম
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন