রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রুশ ফেডারেশনে যুক্ত করা ইউক্রেনে চার অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল এ ঘোষণা দেন। সূত্র : দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, পুতিন মস্কোর সময় বুধবার বিকাল ৩টায় জাতীয় নিরাপত্তা পরিষদের সভায় বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের শুরুতে পুতিন বলেন, দখলকৃত অঞ্চলে মনোনীত রুশ নেতাদের অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হবে। ফিন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক ম্যাক্স সেডন লিখেছেন, ইউক্রেন সেনাদের পাল্টা আক্রমণে রুশ সেনারা বড় ধরনের ধাক্কার মধ্যে রয়েছেন। এর মধ্যে পুতিন অঞ্চলগুলোতে সামরিক আইন জারি করলেন। পুতিনের জারি করা সামরিক আইনে জনসমাগম এবং ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে বলে ধারণা করা হচ্ছে।