সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাশিয়া খাদ্যশস্য চুক্তি থেকে সরে যাওয়ায় উৎকণ্ঠা

প্রতিদিন ডেস্ক

কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়া খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার কারণে আবারও বৈশ্বিক উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাশিয়া বলেছে, যেহেতু কৃষ্ণসাগরে শুকনা পণ্যবাহী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু এ সাগর দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। সূত্র : বিবিসি, রয়টার্স। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল প্রথম দফায় জানায়, ‘শস্য চুক্তির সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে গত শনিবার হামলা চালানো হয়েছে। এতে একটি জাহাজের সামান্য ক্ষতি হয়েছে।’ এর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া কৃষ্ণসাগরে শুকনা পণ্যবাহী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না এবং এ কারণে এ সাগর দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল নিয়ে হওয়া চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।’ এতে উল্লেখ করা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে ইউক্রেনের শস্যপণ্য রপ্তানি নিয়ে যে চুক্তি হয়েছিল, কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর তা থেকে সরে এসেছে রাশিয়া। খবরে বলা হয়, বিশ্বের অন্যতম দুই প্রধান খাদ্য ও জ্বালানি রপ্তানিকারক দেশের মধ্যে আট মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বৈশ্বিক এ সংকটের সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই কিয়েভ এবং মস্কোর কর্মকর্তারা ইউক্রেনে আটকা আড়াই কোটি টন গম ও ভুট্টা বিশ্ববাজারে সরবরাহের লক্ষ্যে তুরস্কে ওই চুক্তিস্বাক্ষর করেন। চুক্তির ফলে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হওয়ায় বৈশ্বিক খাদ্য সংকট এবং বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম কমবে বলে আশা করা হয়েছিল। চুক্তির আওতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির কাজ তদারকির জন্য তুরস্কের ইস্তাম্বুলে যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি) চালু করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, ইউক্রেনে আটকা শস্য বহনকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজ নিরাপদে কৃষ্ণসাগরে চলাচল করতে পারবে। কিন্তু রাশিয়া এখন এই চুক্তি থেকে সরে আসায় বিশ্ববাজার আবার হুমকির মুখোমুখি হলো। এ নিয়ে এরই মধ্যে বৈশ্বিকভাবে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।

এদিকে রাশিয়ার এ পদক্ষেপের পর ইউক্রেন দাবি করেছে, হামলার ঘটনা রাশিয়ার সাজানো নাটক। নিজেরাই জাহাজে হামলা চালিয়ে ইউক্রেনের ওপর দোষ চাপিয়েছে, যাতে চুক্তি থেকে সরে আসা যায়।

সর্বশেষ খবর