সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিস্ময়কর এমবাপ্পের গোল্ডেন বুট

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্সের ইতিহাসে ১৯৯৮ সাল সোনার অক্ষরে লেখা এক নাম। রেনেসার দেশ, আইফেল টাওয়ারের দেশ, শিল্প-সাহিত্যের দেশ ফ্রান্স। ২৪ বছর আগে সেবার প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। প্যারিসের ‘স্তুদ দ্য ফ্রান্সে’ আগের আসরের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছিল দিদিয়ের দেশম, জিনেদিন জিদানের ফ্রান্স। সে বছরই প্যারিসের উপকণ্ঠে বদি শহরে জন্ম নেন এক শিশু। যিনি আজকের এমবাপ্পে। বর্তমান ফুটবল বিশ্বের এক ‘বিস্ময়কর’ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। যার পুরো নাম কিলিয়ান আদেসানমি লোতিন এমবাপ্পে। বয়স মাত্র ২৪। আরও অনেক বছর ফুটবল খেলবেন। কোথায় থামবেন এই বিস্ময়কর ফুটবলার, সেটাই প্রশ্ন! ফ্রেঞ্চ ফুটবল উপহার দিয়েছে মিশেল প্লাটিনি, জিনেদিন জিদান, থিয়েরি অরির মতো তারকা ফুটবলার। জিদান জিতেছেন বিশ্বকাপ। জিতেছেন ‘গোল্ডেন বল’। কিন্তু জিততে পারেননি ‘গোল্ডেন বুট’। এমনকি হ্যাটট্রিকও করতে পারেননি। অথচ এমবাপ্পে সবাইকে পেছনে ফেলেছেন। লিখেছেন সোনলি ইতিহাস। কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার বিপক্ষে। ৯২ বছরের বিশ্বকাপের ফুটবল ইতিহাসে ফাইনালে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। ১৯৬৬ সালে ওয়েম্বলিতে বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। ইংল্যান্ড প্রথম ও শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। ৫৬ বছর ধরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ইংলিশ স্ট্রাইকার। এতদিন হার্স্টের হ্যাটট্রিকই ছিল বিশ্বকাপে ফাইনালে একমাত্র হ্যাটট্রিক। গতকাল হার্স্টের পাশে নাম লিখেছেন এমবাপ্পে। এবারের আসরে গোল করেছেন ৮টি। ফুটবল মহাযজ্ঞের চলতি আসরে সবচেয়ে বেশি ৮ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। মেসির গোল ৭টি। বিশ্বকাপে এমবাপ্পের গোল ১৪ ম্যাচে ১২টি। খেলেছেন মাত্র ২টি বিশ্বকাপ। ১২ গোল করে নাম লিখেছেন সর্বকালের সেরা ফুটবলার পেলের পাশে। তবে ফ্রান্সের পক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল জাস্ট ফন্টেইনের। মেসির গোল বিশ্বকাপে ২৬ ম্যাচে ১৩টি। নাম লিখেছেন ফন্টেইনের পাশে। ১৯৫৮ সালে ফন্টেইন ৬ ম্যাচে গোল করেছিলেন ১৩টি। বিশ্বকাপে অবশ্য সবচেয়ে বেশি গোল জার্মানির মিরোশ্লাভ ক্লোসার, ১৬টি। এমবাপ্পের হ্যাটট্রিকের ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ১২০ মিনিট ম্যাচটি ড্র ছিল ৩-৩ গোলে। ফ্রান্স গতবার বিশ্বকাপ জিতেছিল ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে। সেবারও ফাইনালে গোল করেছিলেন এমবাপ্পে। ফ্রান্সের ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি দুটি বিশ্বকাপের ফাইনালে গোল করার বিরল রেকর্ড গড়েছেন।

 

সর্বশেষ খবর