মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফুটবল খেলা নিয়ে দুজন নিহত

প্রতিদিন ডেস্ক

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দুজন নিহত ও অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নিজস্ব প্রতিবেদক, যশোর জানান, আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশের সময় নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে ঝিকরগাছায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে ঝিকরগাছার বঙ্গবন্ধু পৌর পার্কে এ দুর্ঘটনায় নিহত রাকিব হোসেন (২৫) পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখার জন্য বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সেখানে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় রাকিব পা পিছলে পার্কের ঢালু থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যান। তার পিঠে রড বিঁধে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের ওপর পড়ে পিঠে রড বিঁধে রাকিবের মৃত্যু হয়েছে। এদিকে যশোর শহরের দড়াটানা মোড়ে বড় পর্দায় খেলা দেখার সময় আর্জেন্টিনা সমর্থকরা একটি ট্রাক ভাঙচুর করেছেন। আর্জেন্টিনা ২ গোল দেওয়ার পর রাত ১০টার দিকে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় একটি ট্রাক আর্জেন্টিনা সমর্থকদের ভিড়ের মধ্যে আটকা পড়ে। একপর্যায়ে সমর্থকরা ট্রাকের গ্লাস ভাঙচুর করেন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, আর্জেন্টিনার জয়ের পরপরই কুমিল্লার মনোহরগঞ্জে আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১১) নামে দলটির এক খুদে সমর্থক প্রাণ হারিয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাতাবাড়িয়ায় এ দুর্ঘটনায় নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড়বাড়ির মিলন মিয়ার ছেলে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রবিবার রাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে এ সংঘর্ষ ঘটে। আহত সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলীকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সায়েম আলী চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, আর্জেন্টিনা জেতায় চিরিরবন্দরে আনন্দ উল্লাসের একপর্যায়ে ভ্যানে উঠতে গিয়ে হাত ভেঙে যায় কার্তিক নামে এক যুবকের।

 

সর্বশেষ খবর