মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তুরস্কে দুই বাংলাদেশি ছাত্র নিখোঁজ

প্রতিদিন ডেস্ক

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসের ভূমিকম্পে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে। ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম গণমাধ্যমকে জানান, তুরস্কের খাহরামানমারাসের ভূমিকম্পে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তারা হলেন- নূরে আলম ও রিংকু। তারা দুজনই শিক্ষার্থী। তারা যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে। তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। তিনি জানান, ওই অঞ্চলের অনারারি কনসালের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি। ওই অঞ্চলে গাজিয়ানতেপ শহরে বেশিরভাগ বাংলাদেশি অবস্থান করে জানিয়ে তিনি বলেন, তাদের কেউ কেউ সেখানে ব্যবসা করেন। কেউ এনজিওতেও চাকরি করেন। ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন।

এছাড়া আঙ্কারা থেকে প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, ভূমিকম্পের পরপরই তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন।

 

 

সর্বশেষ খবর