শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাহেদের বিরুদ্ধে ১১ কোটি টাকা মানি লন্ডারিংয়ে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত প্রতারক সাহেদ ওরফে রিজেন্ট সাহেদের বিরুদ্ধে ১১ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চাঞ্চল্যকর এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় চার্জশিট দাখিল করা হয়েছে।

সিআইডি ও আদালত সূত্র জানিয়েছে, মামলায় সাহেদ ছাড়াও মাসুদ পারভেজ, কাজী রবিউল ইসলাম, রিজেন্ট হাসপাতাল লিমিটেড, রিজেন্স কেসিএস লিমিটেড ও রিজেন্ট ডিসকভারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডকেও আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, তদন্তে পাওয়া সবকিছুই সবিস্তারে উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সূত্র জানায়, তদন্তে সাহেদের প্রধান সহযোগী মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবেও প্রায় ৪ কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সাহেদ ও তার সহযোগীরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্জিত ১১ কোটি ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা ব্যাংক থেকে উত্তোলনের মাধ্যমে স্থানান্তর-রূপান্তর-হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর বিভিন্ন ধারায় অপরাধ করেছে। প্রতারণা ও জালিয়াতি কাজে ব্যবহারের জন্য তার মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠানকেও চার্জশিটে অভিযুক্ত করা হয়।

সর্বশেষ খবর